১৯ সেপ্টেম্বরের অর্ধ দিনের হরতাল প্রত্যাহার

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজারে সরকারী মেডিকেল কলেজের দাবিতে আজকের (বুধবার) আধাবেলা হরতাল কর্মসূচী প্রত্যার করা হয়েছে।

১৮ সেপ্টেম্বর মঙ্গলবার বিকেলে  সচেতন নাগরিক ফোরাম (সনাফ) মৌলভীবাজার এর ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক খালেদ শরীফ সাইফুল্লাহ ও সাংগঠনিক সম্পাদক মোনায়েম কবির স্বাক্ষরিত প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্যটি জানানো হয়। প্রেসবিজ্ঞপ্তিতে বলা হয় মৌলভীবাজারে সরকারী মেডিকেল কলেজ বাস্তবায়ন প্রক্রিয়ায় দ্রুত এগিয়ে যাচ্ছে বলে আশ্বস্ত করেছেন মৌলভীবাজার পৌর মেয়র ও জেলা আওয়ামীলীগ এর যুগ্ম সাধারন সম্পাদক মোঃ ফজলুর রহমান। এ ব্যাপারে স্বাস্থ্য মন্ত্রী ও প্রধান মন্ত্রীর সাথে আলোচনা চলছে। মৌলভীবাজারে সরকারী মেডিকেল কলেজ বাস্তবায়িত হবে বলে তিনি সচেতন নাগরিক ফোরাম ও জেলাবাসিকে আশ্বস্ত করেন। মৌলভীবাজার এর বিভিন্ন সামাজিক সংগঠন ও রাজননৈতিক নেতৃবৃন্দ হরতালের এই কর্মসূচী প্রত্যাহারে অনুরুধ করায় ১৮ সেপ্টম্বর (মঙ্গলবার) বিকেলে সচেতন নাগরিক ফোরাম মৌলভীবাজার (সনাফ)এর সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান  মোয়াজ্জেম হোসেন মাতুক এর সভাপতিত্বে সংগঠনের জরুরী সভায় সকলের ঐক্যমতের ভিত্তিতে হরতাল প্রত্যাহারের এই সিন্ধান্ত প্রত্যাহার করা হয়।

শেয়ার করুন