কমলগঞ্জে কৃষকলীগের আলোচনা সভা অনুষ্ঠিত

প্রনীত রঞ্জন দেবনাথ॥ কমলগঞ্জে ১নং রহিমপুর ও ৩নং মুন্সীবাজার ইউনিয়ন কৃষকলীগের আহবায়ক কমিটি গঠন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ৩০ অক্টোবর মঙ্গলবার সন্ধ্যা ৭টায় মুন্সীবাজার কালীপ্রসাদ উচ্চ বিদ্যালয়ের হলরুমে উপজেলা কৃষকলীগের যুগ্ম আহবায়ক রাসেল আহমদ মতলিবের সভাপতিত্বে ও উপজেলা কৃষকলীগের সদস্য নিখিল মল্লিকের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা কৃষকলীগের সভাপতি মো: জমসেদ মিয়া। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক শাহীন আহমেদ চৌধুুরী, ১নং রহিমপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি জুনেল আহমেদ তরফদার, ৩নং মুন্সীবাজার ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ইকবাল হোসেন চৌধুরী, জেলা ছাত্রলীগের সহসভাপতি আক্তার উদ্দিন, ফয়সল মনসুর, সাধারণ সম্পাদক মাহবুব আলী, উপজেলা আওয়ামীলীগ সদস্য কালীপদ দেব, উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক মো: মোশাহিদ আলী, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সহ সভাপতি প্রনীত রঞ্জন দেবনাথ, রহিমপুর ইউনিয়নের আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক হামিদুল হক চৌধুরী বাবর। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি মুহিবুল ইসলাম ছুন্নাহ, উপজেলা কৃষকলীগের সদস্য আব্দুল কাইয়ূম প্রমুখ।

আলোচনা সভা শেষে মো: হায়দর আলীকে আহবায়ক করে ২১ সদস্য বিশিষ্ট ১নং রহিমপুর ইউনিয়ন কৃষকলীগ ও মোঃ আব্দুল মনাফকে আহবায়ক করে ২১ সদস্য বিশিষ্ট ৩নং মুন্সীবাজার ইউনিয়ন কৃষকলীগের আহবায়ক কমিটি গঠন করা হয়।

শেয়ার করুন