মৌলভীবাজারে হুইপ মো. শাহাব উদ্দিন মন্ত্রণালয়ের দায়িত্ব গ্রহণ করেই দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা

 

 

মৌলভীবাজার প্রতিনিধি:

মন্ত্রণালয়ের দায়িত্ব গ্রহণ করেই দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন বলেছেন, দুর্নীতি রোধে আমাদের সরকার বদ্ধপরিকর। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ, দেশকে দুর্নীতিমুক্ত করতে হবে। সই লক্ষ্যে আমি আমার মন্ত্রণালয়কে দুর্নীতিমুক্ত করার মধ্য দিয়ে কাজ শুরু করেছি। দুর্নীতিমুক্ত মন্ত্রণালয় গড়তে আমি সবরকম ব্যবস্থা গ্রহণ করবো। দুর্নীতির সাথে জড়িত কাউকে ছাড় দেয়া হবে না।

তিনি আজ সন্ধ্যায় মৌলভীবাজারের বড়লেখায় উপজেলা আওয়ামীলীগ ও সহযোগি সংগঠনের আয়োজনে তাকে দেওয়া গণ-সম্বর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, আমরা পরিবেশ, বন ও জলবায়ুর পরিবর্তন বিষয়ে যতরকম ভাল কাজ করা যায় সব করবো। মন্ত্রী বলেন, ‘আপনাদের প্রতিনিধি হিসেবে মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুকন্যা জননেত্রী শেখ হাসিনা আমার ওপর যে মহান দায়িত্বভার অর্পণ করেছেন আমি তা সুচারুরূপে পালনের মধ্য দিয়ে আপনাদের মুখ উজ্জ্বল করতে চাই, আপনারা আমাকে সহযোগিতা করবেন।’

এ সময় স্থানীয় আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগসহ সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।  এর আগে মন্ত্রী সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে আওয়ামীলীগের শীর্ষনেতৃবৃন্দ তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। তিনি সিলেটে হযরত শাহজালাল (র.) এর মাজার জিয়ারত করেন।

 

 

 

 

 

 

 

শেয়ার করুন