চলুন জেনে নেই বান্দরবানে আরও একটি হাতির মৃত্যুর খবর !

হোসেন সোহেল.

বাংলা ট্রিবিউনকে থেকে নেয়া -ছবি

 

চলুন জেনে নেই বান্দরবানে আরও একটি হাতির মৃত্যুর খবর !
আমি বারবার বলি হাতি মানুষের মতো জন্ম নেয়না কিন্তু হাতি বেঁচে থাকলে মানুষ বেঁচে থাকে। অথচ বনবিভাগ কোথায় _________?

বান্দরবা‌নের পর্যটন কেন্দ্র প্রা‌ন্তিক লেকে এক‌টি বন্যহা‌তির মৃত‌দেহ ভাসছে। আজ বুধবার (১৭ এপ্রিল) বিকা‌লে লেকে হাতির এ মৃতদেহ ভাসতে দেখা যায়।

স্থানীয়রা জানান, বিকা‌লে লে‌কের পা‌নি‌তে হা‌তির মৃত‌দেহটি ভে‌সে উঠে। তারা বিষয়টি জানালে জেলা প্রশাসন ও বন বিভা‌গের লোকজন ঘটনাস্থল প‌রিদর্শন ক‌রেন।

স্থানীয়রা আরও জানান, গত ক‌য়েক‌দিন ধ‌রে ২০-২৫টি হা‌তিকে দলবেঁধে প্রা‌ন্তিক লেক ও তার আশপা‌শে বিচরণ করতে দেখেছেন। বর্তমা‌নে লেকে ভাসতে থাকা হা‌তির মৃত‌দেহ থে‌কে দুর্গন্ধ ছড়া‌চ্ছে।

এ ব্যাপারে বান্দরবান বনবিভা‌গের বিভাগীয় কর্মকর্তা বিপুল কৃষ্ণ পাল ব‌লেন, ‘হা‌তির মৃহ‌দেহ লে‌কে ভাস‌ছে খবর পে‌য়ে এক‌টি তদন্ত টিম ঘটনাস্থ‌লে পাঠা‌নো হ‌য়ে‌ছে। এটি কী কার‌ণে মারা গে‌ছে তা খ‌তি‌য়ে দেখা হ‌বে। বর্তমা‌নে হা‌তি‌টি‌কে সরা‌নোর চেষ্টা করা হ‌চ্ছে।’

বান্দরবান নেজারত ডেপু‌টি কা‌লেক্টর মো. কামরুজ্জাম ব‌লেন, ‘প্রা‌ন্তিক লে‌কে এক‌টি বন্য হাতির মৃত‌দেহ ভে‌সে উঠে‌ছে। হা‌তির শরীর থে‌কে দুর্গন্ধ বেরুচ্ছে। ধারণা করা হ‌চ্ছে, হা‌তি‌টি বেশ ক‌য়েক‌দিন আগে মারা গে‌ছে। বর্তমা‌নে হা‌তি‌টি সরা‌নোর জন্য ব্যবস্থা নেওয়া হ‌চ্ছে।’

শেয়ার করুন