কুলাউড়া প্রতিনিধি :: কুলাউড়ায় রাউৎগাঁও খেলােয়াড় কল্যাণ পরিষদের উদ্যোগে আয়োজিত ফ্রিজ এন্ড ২৪” এলইডি টিভি কাবাডি নক আউট টুর্নামেন্ট (২০১৮-১৯)-এর ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
গত ২৬ এপ্রিল শুক্রবার বিকাল ৪টার দিকে স্থানীয় চৌধুরী বাজার সংলগ্ন মাঠে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুলাউড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ একেএম সফি আহমদ সলমান।
খেলা পরিচালনা কমিটির আহ্বায়ক ও উপজেলা শ্রমিকলীগের যুগ্ম আহ্বায়ক শফি চৌধুরী পলিটের সভাপতিত্বে এবং ইউনিয়ন যুবলীগের সভাপতি মো. রুহুল আমিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা শ্রমিকলীগের সভাপতি ও কাউন্সিলর আসাদ উদ্দিন মক্কু, রাউৎগাঁও ইউপি চেয়ারম্যান আব্দুল জলিল জামাল, উপজেলা যুবলীগের সভাপতি আব্দুস সহিদ, সাধারণ সম্পাদক ময়নুল ইসলাম সবুজ।
এছাড়াও উপস্থিত ছিলেন কুলাউড়া ওয়ালটন প্লাজার ম্যানেজার ও স্বেচ্ছাসেবলীগ নেতা মো. জনি ইসলাম, উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক মো. ফুয়াদ আলম চৌধুরী, ইউপি সদস্য আব্দুল মোক্তাদির মনু, মো. লোমান আহমদ, মো. ইসমাইল আহমদ, রাউৎগাঁও শ্রমিকলীগের সদস্য সচিব শেখ লুৎফুর রহমান, ব্যবসায়ী কয়েস আহমদ মজুমদার, রাউৎগাঁও ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক রুবেল মাহমুদ চৌধুরী, মোঃ সুহেল আহমদ চৌধুরী, সৌদি প্রবাসী মো. দানা মিয়া, মোঃ লিটন হোসাইন, সিরাজুল ইসলাম চৌধুরী জিবলু প্রমুখ।
খেলা পরিচালনা কমিটির সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন জাবেদ চৌধুরী, কামরুল হাসান, সামাদ চৌধুরী, আহমেদ জনি, রুজেল আহমদ, করিম আহমদ, গিয়াস কামাল, রুবেল আহমদ, রিমন চৌধুরী, নাফি তালুকদার, লিটন দেলুয়ার, মিঠন আহমদ, আব্দুস ছালাম, শামীম আহমদ, সাব্বির চৌধুরী প্রমুখ।