কমলগঞ্জে ৫ লক্ষ টাকার শিক্ষাবৃত্তি প্রদান

কমলগঞ্জ প্রতিনিধি.
মৌলভীবাজারের কমলগঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের অর্থায়নে ২০১৮-১৯ অর্থ বছরে ৮০৫ জন শিক্ষার্থী এই সহায়তা পেয়েছে।
রবিবার (৫মে) দুপুরে উপজেলা পরিষদ অডিটোরিয়াম হলরুমে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ সকল কার্যক্রম অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মো. আশেকুল হক সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে শিক্ষা বৃত্তি ও শিক্ষা উপকরণ তুলেদেন, জেলা প্রশাসক তোফায়েল ইসলাম। প্রধান শিক্ষক মোশাহিদ আলী’র সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) সুমি আক্তার, উপজেলা শিক্ষা কর্মকর্তা মোশারফ হোসেন, বৃহত্তর সিলেট আদিবাসী ফোরামের কো-চেয়ারম্যান ও মাগুরছড়া খাসিয়া পুঞ্জির মন্ত্রী (হেডম্যান) মি. জিডিশন প্রধান সুচিয়াং প্রমুখ।
প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রদত্ত এই সুবিধার আওতায় এ বছর কমলগঞ্জ উপজেলাতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর একাদশ হতে অনার্স পড়ুৃয়া ১৫৫ জন ও প্রাক শিশুশ্রেণী হতে ৮ম শ্রেণীর ৬৫০ জনসহ মোট ৮০৫জনকে ৫ লাখ টাকার বৃত্তি।
এছাড়া দুইশত স্কুল ব্যাগ, চারশত রেইনকোর্ট, চারশত রং পেন্সিল বক্স, চারশত ড্রয়িং খাতা, দুইশত জ্যামিতি বক্স, চারশত ওয়াটার পট ও একশতটি ডিকশনারি শিক্ষা উপকরণ প্রদান করা হয়।

 

শেয়ার করুন