এনটিভি’র প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

মৌলভীবাজার প্রতিনিধি :: মৌলভীবাজারে বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে স্যাটেলাইট চ্যানেল এনটিভি ১৭ বছর পদার্পন অনুষ্ঠান পালিত হয়েছে।

বুধবার ৩ জুলাই দূপুরে মৌলভীবাজার প্রেসক্লাবে এনটিভি’র প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কেটে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার, জেলা পরিষদ চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা অজিজুর রহমান আহমদ, পৌর মেয়র জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মো. ফজলুর রহমান, মৌলভীবাজার প্রেসক্লাবের সভাপতি আবদুল হামিদ মাহবুব ও প্রবীণ সাংবাদিক ও চ্যানেল আই প্রতিানধি এম এ সালাম।

এর আগে প্রতিষ্ঠা বার্ষিকির বর্ণাঢ্য র‌্যালী শহরের গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিণ করে প্রেসক্লাবে গিয়ে শেষ হয়।

অনুষ্ঠানের শুরুতে এনটিভি পরিবারকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধি সহ সামাজিক ও সাংস্কৃতিক  সংগঠনের নেতৃবৃন্দ।

শেয়ার করুন