জামালপুর জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাধারন সভা অনুষ্ঠিত

জামালপুর জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়ন-৮২২ এর আয়োজনে সাধারণ সভা শুক্রবার দুপুরে জামালপুর কেন্দ্রীয় বাসট্রেনে অনুষ্ঠিত হয়।

জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি মাহাবুব আনাম বাবলার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহাম্মেদ চৌধুরী।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাধারন সম্পাদক মসিউর রহমান বাবু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি সৈয়দ আতিকুর রহমান ছানা, পৌর মেয়র মির্জা সাখাওয়াতুল মনি, জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক সুরুজ্জামান, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোখলেছুর রহমান, শ্রম বিষয়ক সম্পাদক আলহাজ আওলাদ হোসেন খসরু, পৌর আওয়ামীলীগের সভাপতি মাসুম রেজা রহিম, সাধারণ সম্পাদক বিজন কুমার চন্দ্র, জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম জার্নিস, মেলান্দহ উপজেলা চেয়ারম্যান ইঞ্জিঃ মোঃ কামরুজ্জামান, বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক ছানোয়ার হোসেন ছানু, জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আব্দুল আওয়াল চিশ্তি, , জেলা আওয়ামীলীগের সদস্য ও পৌর কাউন্সিলর হেলাল উদ্দিন, সুরুজ্জামান বি,কমসহ অনেকে।

অনুষ্ঠানের শুরতে বিগত তিন বছরের আয়-ব্যয় ও বিভিন্ন সমস্য তুলে ধরে শ্রমিকদের ন্যার্য দাবী আদায়ে বক্তব্য রাখেন জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মসিউর রহমান বাবু।

আলোচনা সভায় প্রধান অতিথি শ্রমিক কল্যানের ফান্ডের টাকা দিগুন করা, জামালপুর কেন্দ্রীয় বাসটেনকে অধুনিকরন করা, শ্রমিকদের ছেলে-মেয়েদের শিক্ষা বৃত্তিসহ অসুস্থ ভাতা এবং বিভিন্ন ভাতা তুলে দেওয়ার আশ্বাস দেন। তিনি ৮২২ – এর সকল শ্রমিকদের সাথে নিয়ে সুষ্ঠ সুন্দর ও গ্রহনযোগ্য নির্বাচন উপহার দেওয়ার প্রতিশ্রতি দেন।

শেয়ার করুন