গ্রীনলাইন পরিবহনের একটি বাসে ধাক্কা দিয়েছে একটি মালবাহী ট্রাক

  • নিজস্ব প্রতিবেদক :: ঢাকা থেকে সিলেট আসার পথে চলন্ত অবস্থায় গ্রীনলাইন পরিবহনের একটি বাসে ধাক্কা দিয়েছে একটি মালবাহী ট্রাক। এতে গ্রীনলাইন পরিবহনের বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি ব্রিজে গিয়ে ধাক্কা খায়।
  • বৃহস্পতিবার ভোড় সাড়ে ৫টার দিকে সিলেটের দক্ষিণ সুরমার রশিদপুর এলাকায় এ দূর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন ২ জন। তবে ডাবল ডেকার বাসটির ব্যাপক ক্ষতি হয়েছে।
  • এ ব্যপারে দক্ষিণ সুরমা থানার ওসি খায়রুল ফজল বলেন, গ্রীনলাইন পরিবহনের চলন্তবাসে পেছন থেকে একটি ট্রাক ধাক্কা দেয়। এতে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি ব্রিজে গিয়ে ধাক্কা খায়। তবে ব্রিজে না আটকে বাসটি খাদে পড়ে গেলে বড় ক্ষয়ক্ষতি হতে পারত।
  • এদিকে ঘটনার পরে বাসটি উদ্ধার করা হয়েছে বলে জানান তিনি।
শেয়ার করুন