গোলাপগঞ্জে এমপি নাহিদের গণ-সাক্ষাত

নোমান মাহফুজ, গোলাপগঞ্জঃ

কেন্দ্রীয় আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এমপি গণ মানুষের সাথে সাক্ষাত করেছেন। গোলাপগঞ্জ উপজেলা সভাকক্ষে বুধবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে তিনি এ সাক্ষাতে মিলিত হন।

এসময় সাধারণ মানুষ তাদের সমস্যার তুলে ধরেন। এমপি নাহিদের গণ-সাক্ষাতে উপজেলা আওয়ামীলীগের দায়িত্বশীলদের সাথে বিভিন্ন ইউনিয়ন আওয়ামীলীগের দায়িত্বশীলরা উপস্থিত ছিলেন। সাধারণ মানুষের সমস্যা, দুঃখ এবং উন্নয়ন ভাবনার সাথে নিজের ভাবনা মিলিয়ে সমস্যা সমাধানের আশ্বাস দেন সাবেক সফল এ শিক্ষামন্ত্রী। গণ-সাক্ষাতকালে অডিটোরিয়ামে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক রফিক আহমদ, জেলা আওয়ামীলীগ নেতা সৈয়দ মিছবাহ উদ্দিন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নাজিরা বেগম শীলা, আওয়ামীলীগ নেতা আর্জমন্দ আলী, গোলাপগঞ্জ মডেল থানার ওসি মিজানুর রহমান, যুবলীগ নেতা আলিম উদ্দিন বাবলু প্রমুখ।

শেয়ার করুন