শ্রী হট্র অর্থনৈতিক অঞ্চল উন্নয়ন সক্রান্ত সেমিনারে প্রধান মন্ত্রীর মূখ্য সচিব মো.নজিবুর রহমান

সাইফুল ইসলাম

প্রধান মন্ত্রীর মূখ্য সচিব মো.নজিবুর রহমান বলেন,বিনিয়োগের নতুন আরও একটি ক্ষেত্র উম্মোচিত হল। সিলেটের প্রথম অর্থনৈতিক অঞ্চলে শিল্প স্থাপনের কাজ শুরু হতে যাচ্ছে জেনে আনন্দ প্রকাশ করছি। অর্থনৈতিক অঞ্চলসমূহের হাত ধরে দেশের বিভিন্ন প্রান্ত স্বমহিমায় অর্থনীতির সঙ্গে যুক্ত হবে। এ অগ্রযাত্রায় প্রমাণিত হয় যে বাংলাদেশে বিনিয়োগ বান্ধব সুস্থ পরিবেশ গড়ে তুলতে সমর্থ হয়েছে এবং বিশ্বের কাছে উন্নয়নের একটি রোল মডেল স্থাপন করেছে।
আজ বৃহস্পতিবার বিকেলে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে গ্র্যান্ড সুলতান টি রিসোর্ট এন্ড গলফ হোটেলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান পবন চৌধুরীর সভাপতিত্বে বিশেষ অতিথি বক্তব্য রাখেন জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান মো.ফারুক হোসেন, সিলেটের বিভাগীয় কমিশনার মো.তাহমিদুল ইসলাম।
অন্যান্যদের মধ্য বক্তব্য রাখেন,মৌলভীবাজার চেম্বার অব কমার্সের সভাপতি মো.কামাল হোসেন।
স্বাগত বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা প্রশাসক বেগম নাজিয়া শিরিন,পুলিশ সুপার মো.ফারুক আহমেদ পিপিএম(বার)।
বিনিয়োগকারী আব্দুল মোনেম লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এবং ডাবলগ্লেজিং লিমিটেডের পরিচালক এম এ রহিম ফিরোজ।

শ্রীহট্র অর্থনৈতিক অঞ্চল মৌলভীবাজার সদর উপজেলার শেরপুর ৩৫২ একর জমির উপর অবস্থিত যার পূর্বে সিলেট পশ্চিমে হবিগঞ্জ উত্তরে সুনামগঞ্জ ও দক্ষিণে মৌলভীবাজার জেলা।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২৮ ফেব্রুয়ারি ২০১৬ তারিখে শ্রীহট্র অর্থনৈতিক অঞ্চলেরর উন্নয়নের কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করেন। শিল্পের বিকেন্দ্রীকরণ ও প্রায় ৪৪,০০০ লোকের কর্মসংস্থানে অর্থনৈতিক অঞ্চলটি গুরত্বপূর্ন ভূমিকা পালন করবে।
৬টি শিল্প প্রতিষ্ঠানকে ২৩১ একর জমি বরাদ্দ প্রদান করা হয়েছে। সেখানে ৬টি প্রতিষ্ঠান প্রায় ১.৪ বিলিয়ন ইউএস ডলার বিনিয়োগ করার পরিকল্পনা গ্রহন করেছে। বিনিয়োগকারী প্রতিষ্ঠানসমূহ শ্রীঘ্রই শিল্প স্থাপনের কাজ শুরু করবে।

শেয়ার করুন