মৌলভীবাজারে চাঁদা আদায় করতে গিয়ে ভূয়া ডিবি পুলিশ আটক

  • মৌলভীবাজার প্রতিনিধি ::মৌলভীবাজার শহরে চাঁদা আদায় করতে গিয়ে শাওন রায় কানু (৪৫) নামে এক ভুয়া ডিবি পুলিশ আটক করেছে ডিবি পুলিশ। সোমবার (২১ অক্টোবর) বিকাল সাড়ে ৪টার দিকে শহরের পশ্চিমবাজার এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত শাওন শ্রীমঙ্গল উপজেলার পাতিরবাংলা এলাকার বিমল রায়ের ছেলে। পুলিশ জানায়, শহরের আলামিন জেনারেল ষ্টোর এর স্বত্ত্বাধিকারী মোশারফ হোসেনের কাছে নিজেকে ডিবি পরিচয় দেন আটককৃত ব্যক্তি শাওন। দোকানে পলিথিনের ব্যবসা করেন এমন অভিযোগ দিয়ে মামলায় ফাঁসানোর ভয় দেখিয়ে টাকা দাবি করে সে। শাওনের অঙ্গ-ভঙ্গিমা সন্দেহজনক হলে ব্যবসায়ী মোশারফ পরিচয়পত্রসহ ডিবি সনাক্তের ব্যাপারে জেরা শুরু করেন। এক পর্যায়ে তিনি পুলিশকে খবর দেয়া হয়। আটকের তথ্য নিশ্চিত করে মৌলভীবাজার জেলা পুলিশের গোয়েন্দা শাখার ওসি বিনয় ভূষণ রায় বলেন, ‘ভূয়া ডিবি পুলিশ সেজে দোকান থেকে টাকা আদায় করতে চেয়েছিল শাওন রায়। পরে দোকানের মালিক পুলিশকে খবর দেন। আমরা অভিযান চালিয়ে তাকে আটক করি। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।’

শেয়ার করুন