সিলেটবাসীর পদচারনায় মুখরিত রোম, আজ বিশ্ব সিলেট উৎসব ইতালী -২০১৯

বিশেষ প্রতিনিধি, ইতালীঃ 

আজ ২৭ অক্টোবর বিশ্ব সিলেট উৎসব ইতালী ২০১৮ অনুষ্ঠিত হতে যাচ্ছে। জালালাবাদ এসোসিয়েশন, ইতালীর আয়োজনে রাজধানী রোমে বিলাস বহুল সান লিওনে হলে এই উৎসবটি বিকাল ৫টায় অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে আগতদের এসোসিয়েশনের সভাপতি অলিউদ্দিন শামীম ও সাধারণ সম্পাদক শাব্বির আহমদ সহ অন্যান্য নেতৃবৃন্দ অভ্যথনা জানিয়েছেন।

প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করবেন গনপ্রজান্ত্রী বাংলাদেশ সরকারের পররাষ্ট্র মন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন,ছাড়া ও সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সাবেক রাষ্ট্রদূত মেজর জেনারেল (অবঃ)আছাব উদ্দিন, সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী,আল হারামাইন গ্রুপ চেয়ারম্যান মাহতাবুর রহমান নাছির (সি আই পি) ব্রাকসাজন এর সি ই ও আব্দুস সালাম। অনুষ্ঠান উদ্বোধন করবেন কেন্দ্রীয় কমিটির সভাপতি ড,এ কে আব্দুল মুবিন এবং প্রধান বক্তা হিসেবে কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক এডভোকেট জসিম উদ্দিন আহমদ অন্যান্য অতিথি হিসেবে জালালাবাদ এসোসিয়েশন ঢাকাসহ বিশ্বের ১৫টি দেশের জালালাবাদ এসোসিয়েশনের সভাপতি ও সাধারণ সম্পাদক গন এছাড়া ও ইতালীতে বাংলাদেশ দূতাবাস, রাজনৈতিক সামাজিক আঞ্চলিক সংগঠনের নেতৃবৃন্দ এবং বাংলাদেশের জনপ্রিয় কন্ঠ শিল্পী বেলী আফরোজ,মামুন,অভিনেতা শাহেদ মোশাররফ, লন্ডন থেকে শতাব্দীর কর,সহ আরোও অনেক শিল্পী বৃন্দ।

সিলেট বিভাগের জনগোষ্ঠীর প্রাচীনতম সংগঠন জালালাবাদ এসোসিয়েশন যেটা বাংলাদেশের জন্মের আগের সংগঠন ১৯৪৮সালে ঢাকায় প্রতিষ্ঠিত এবং ইতালীতে বাংলাদেশীদের প্রথম রেজিস্ট্রিকৃত সংগঠন ১৯৮৯সালে প্রতিষ্ঠা লাভ করে । শুরু থেকে আজবধি কমিউনিটিতে অসাধারণ অবদানের জন্য ইতালিয়ান প্রসাশনের কাছে প্রশংসনীয় সংগঠন। আজ ইতালী অতিক্রম করে সারা বিশ্বের সামনে জালালাবাদ এসোসিয়েশনকে উত্থাপন করতে যাচ্ছি । সারা বিশ্বে ছড়িয়ে ছিটিয়ে থাকা জালালাবাদবাসীকে একত্রিত করে ইতালী কমিউনিটির সামনে জালালাবাদ এসোসিয়েশনের কার্যক্রম ও আমাদের বৃহত্তর সিলেটের সাংস্কৃতি তুলে ধরা হবে।

শেয়ার করুন