মার্সেল ফ্রিজ কিনে আরেকটি ফ্রি পেলেন নাসিরনগরের মঞ্জুরুল হক

আকতার হোসেন ভুইয়া, নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতাঃ

?

দেশীয় ব্র্যান্ড মার্সেলের একটি রেফ্রিজারেটর কিনে আরেকটি ফ্রিজ ফ্রি পেয়েছেন নাসিরনগর উপজেলার টেকানগর গ্রামের মঞ্জুরুল হক।মার্সেলের ডিজিটাল ক্যাম্পেইন সিজন-৫ এর আওতায় মার্সেল ফ্রিজ ইউন্টার ফেস্টিভ্যাল ৩০০ ফ্রিজ ফ্রি অফারে ওই সুবিধান পান তিনি। একটি ফ্রিজ কিনলে আরেকটি ফ্রি পাওয়ায় খুব খুশি মঞ্জুরুল হক দম্পতি।

এই অফারের আওতায় চলতি মাসের ১৫ ডিসেম্বর উপজেলার একমাত্র মার্সেলের অনুমোদিত ডিলার “মেসার্স এস.এস.আই ইলেকট্রনিক্স” থেকে একটি ফ্রিজ কিনেন মঞ্জুরুল হক। ফ্রিজটি কিনার পরপরই তা ডিজিটাল রেজিস্ট্রশন করেন। এর কিছুক্ষণ পরেই তার মোবাইল ফোনে মার্সেলে থেকে একটি ম্যাসেজ যায়। দেখেন ইউন্টার ফেস্টিভ্যাল অফারের আওতায় মার্সেলের একটি ফ্রিজ কিনে তিনি আরেকটি ফ্রি পেয়েছেন।

২১ ডিসেম্বর (শনিবার) বিকালে ক্রেতা মঞ্জুরুল দম্পতির হাতে উপহারের ফ্রিজটি তুলে দেন উপজেলা শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক মোঃ শাহ আলম মাষ্টার। এসময় অন্যান্যের মধ্যে উপজেলা শিক্ষক নেতা ও প্রধান শিক্ষক আলমগীর হোসেন, প্রধান শিক্ষক এবিএম সালেম, সারাজহ আলী, সাংবাদিক আকতার হোসেন ভুইয়া, চৌধুরী এন্টারপ্রাইজের সত্বাধিকারী ডিস্ট্রিবিউশন শরীফুজ্জামান চৌধুরী সুমন, মার্সেলের ডিস্ট্রিবিউটর মোঃ আমজাদ হোসেন, মুক্তার হোসেনসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন