সাইয়েমাকে ধর্ষণের হুমকি দেওয়া ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

যশোরের মনিরামপুরের সাবেক সহকারী কমিশনার (ভূমি) সাইয়েমা হাসানকে ধর্ষণের হুমকি দিয়ে ফেসবুকে পোস্ট দেওয়া ব্যাংক কর্মকর্তা জাফর আহমেদকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি) এ খবর জানিয়েছে।
ডিবি উত্তরের অতিরিক্ত উপকমিশনার মো. শাহজাহান বলেন, অভিযুক্ত জাফর আহমেদকে যাত্রাবাড়ী এলাকা থেকে আজ রোববার দুপুরের দিকে গ্রেপ্তার করা হয়েছে। এরপরই তাঁকে যশোরে পাঠিয়ে দেওয়া হয়েছে। সেখানকার আদালতে তাঁকে উপস্থাপন করা হবে।
শেয়ার করুন