শ্রীমঙ্গলে নতুন করে আরও একজন করোনাভাইরাসে আক্রান্ত

  • শ্রীমঙ্গল প্রতিনিধি:
  • মৌলভীবাজারে শ্রীমঙ্গলে নতুন করে আরও একজনের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি শনাক্ত করা হয়েছে। নতুন শনাক্ত হওয়া ব্যক্তি শ্রীমঙ্গলের একটি বেসরকারি ব্যাংকের নিরাপত্তারক্ষী। এর আগে একই ব্যাংকের একজন কর্মকর্তা করোনাভাইরাসে আক্রান্ত হন। বর্তমানে তিনি আইসোলেশনে আছেন।
  • শুক্রবার (১ মে) বিকেলে শ্রীমঙ্গলের উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম এ বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন আক্রান্ত ব্যক্তির বাড়ি শ্রীমঙ্গলের সদর ইউনিয়নে।
  • এ ব্যাপারে শ্রীমঙ্গলের উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সাজ্জাদ হোসেন চৌধুরী জানান, ২৫ এপ্রিল এই ব্যক্তির নমুনা সংগ্রহ করে সিলেট পাঠানো হয়। আজ রিপোর্ট আসে পজিটিভ। আক্রান্ত ব্যক্তি বাড়িতেই আছেন এবং তিনি মোটামুটি সুস্থ আছেন। আমরা তার বাড়িটি লকডাউন করেছি। আগামী শনিবার তার পরিবারের সবার নমুনা সংগ্রহ করা হবে।
শেয়ার করুন