শ্রীমঙ্গল প্রতিনিধি : মৌলভীবাজারের শ্রীমঙ্গলে করোনা আক্রান্ত কিশোর (১২) সম্প্রতি নরসিংদী ফেরত।
শনিবার (২ মে) সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবের পরীক্ষায় তার করোনা পজিটিভ রিপোর্ট আসে। তবে নরসিংদী থেকে আসা তার দুইবোনের নমুনরা রিপোর্ট এখনও আসেনি।
শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাজ্জাদ হোসেন চৌধুরী তথ্যটি নিশ্চিত করেছেন।
জানতে চাইলে তিনি শনিবার রাত সাড়ে ১১টার দিকে টেলিফোনে আই নিউজকে বলেন, বাসাটি লকডাউন করা হব,। আমরা যাচ্ছি। শিশুটির জন্য তার পরিবারকে প্রয়োজনীয় সকল স্বাস্থ্য বিষয়ক নির্দেশনা দেওয়া হবে।
গত ২৭ এপ্রিল শিশুটির নমুনা সংগ্রহ করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের ল্যাবে পাঠানো হলে শনিবার রাতে পজিটিভ রিপোর্ট আসে।
উল্লেখ্য, এর আগে শ্রীমঙ্গলে একটি বেসরকারি ব্যাংকের কর্মকর্তা ও নিরাপত্তারক্ষী এবং একজন ঢাকা ফেরত শিক্ষার্থী করোনায় আক্রান্ত হয়েছিলেন। আজকের আক্রান্ত শিশুসহ শ্রীমঙ্গল উপজেলায় মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা চারজনে দাঁড়ালো।