মাধবপুরে কৃষকের পাকা ধান কেটে দিল “প্রত্যয় স্বেচ্ছাসেবী যুব সংগঠন”

মাধবপুর প্রতিনিধিঃ  হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার প্রত্যয় স্বেচ্ছাসেবী যুব সংগঠনের উদ্যোগে ৫নং আন্দিউড়া ইউনিয়নের পূর্ব আন্দিউড়া গ্রামের মোঃ জুলহাস মিয়ার ৩০ শতক জমির পাকা ধান কেটে বাড়িতে পৌছে দেন।  “কৃষক বাঁচলে বাঁচবে দেশ, শেখ হাসিনার বাংলাদেশ” এ প্রতিপাদ্যকে সামনে রেখে।  বিশ্বব্যাপী করোনা ভাইরাস (কোভিড-১৯) মহামারীর কারণে দেশে যখন শ্রমিক সংকটে ভুগছে কৃষকরা।রীতিমতো বোরো পাকা ধান কাটতে দরিদ্র কৃষকরা যখন শ্রমিক সংকটের কারণে এদিক ওদিক ছোটাছুটি করছিল।ঠিক সেই মুহুর্তে মাধবপুর উপজেলার প্রত্যয় স্বেচ্ছাসেবী যুব সংগঠন কৃষকের পাশে দাঁড়ালো প্রত্যয় স্বেচ্ছাসেবী যুব সংগঠনের সদস্যরা।

এ সময় ধান কাটতে সহায়তা করেন প্রত্যয় স্বেচ্ছাসেবী যুব সংগঠনের সভাপতি মোঃ মহিন উদ্দিন, সহ-সভাপতি আপন মিয়া, সাধারণ সম্পাদক শেখ ইমন আহমেদ, সাংগঠনিক সম্পাদক কুদ্দুস মিয়া ও ইকবাল হোসেন, প্রচার সম্পাদক আল-আমিন ও জুয়েল মিয়া, দপ্তর সম্পাদক শফিক মিয়া ও আব্দুল হামিদ তালুকদার, কোষাধক্ষ্য আল আমিন মিয়া ও সাদ্দাম মিয়া প্রমুখ।

এ সময় আরো উপস্থিত ছিলেন প্রত্যয় স্বেচ্ছাসেবী যুব সংগঠনের সদস্য শাকিল মিয়া, সুজন চৌধুরী, করিম মিয়া, মুরসালিন মিয়া, জীবন মিয়া, জিয়া, জয়নাল, রহিম,নাঈম, আব্দুল খালেক, জলিল মিয়াসহ এলাকার ব্যক্তিবর্গ।

পাকা ধান কেটে বাড়িতে পৌঁছে দেওয়াই অসহায় দরিদ্র কৃষক জুলহাস মিয়া প্রত্যয় স্বেচ্ছাসেবী যুব সংগঠনের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

শেয়ার করুন