যে-কজন সমাজ সংস্কারক যোদ্ধা পল্লব কুমার মৈত্রেয়

  • জুবায়ের বিন মকলেছ:-
  • ঝিনাইদহ জেলার কালীগঞ্জ শহরের যে কজন সাদা মনের মানুষ তার মধ্যে অন্যতম পল্লব কুমার মৈত্রেয়। শিক্ষা সংস্কৃতি সামাজিক অঙ্গন সর্বস্তরে উচ্চারিত একটি পরিছন্ন নাম সাংস্কৃতিক ব্যক্তিত্ব পল্লব কুমার মৈত্রেয়।
  • সৃজনশীল জাতি গঠনে শিক্ষার আলো ছড়িয়ে চলেছেন নিরন্তর নিজের প্রতিষ্ঠিত শহরের সুপরিচিত দোয়েল মুক্ত স্কাউট গ্রুপ এর মাধ্যমে। এছাড়া সাংস্কৃতিক অঙ্গনে কালীগঞ্জের একজন উজ্বল নক্ষত্র। দোয়েল যুব উন্নয়ন সংঘের সংগঠনটির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক।
  • নেতৃত্ব যার সৃষ্টিকর্তা প্রদত্ত। কোন রাজনৈতিক নেতৃত্ব নয়, এ নেতৃত্ব জনকল্যাণমুখী সামাজিক সাংস্কৃতিক নেতৃত্ব। অসহায় দরিদ্র নিপীড়িত মানুষের মুখে এক চিলতে হাসি আনতে যার নিরন্তর ছুটে চলা সদা হাস্যউজ্বল মুখে।
  • করোনা ভাইরাস প্রতিরোধে দেশ যখন লকডাউন তখন কালীগঞ্জ এর এক শ্রেণির মানুষের জীবনে নেমে আসে খাদ্য সংকটের আঁধার। ঠিক তখন নেতৃত্ব উদিত হয় । একঝাঁক তরুণ দের নিয়ে ভার্চ্যুয়াল প্লাটফর্মে বাংলাদেশ স্কাউট এর দিকনির্দেশনা অনুষারে গড়ে তোলেন করোনা রেসপন্স টিম। যে স্কাউট টিম সরকারি কাজে সহযোগিতা, জনসচেতনতা সহ অসহায় মানুষের পাশে সাধ্যমত খাদ্য সামগ্রী সহযোগিতা নিয়ে দাঁড়ানো মানুষ দের সাবিক সহযোগিতা করেন।
  •  করোনা শুরুতেই কালীগঞ্জ শহরের জীবাণু নাশক ছিটানো, প্রচার পত্র বিলির মাধ্যমে সচেতনতার কাজ করেন। বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান কে সহযোগিতা করার মাধ্যমে সুন্দর রূপে ত্রাণ বিতরণ করেন। যেটি এখনো চলমান।
  • ঈদের আগে অনাথ হতদরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার প্রদানের পরিকল্পনা আছে মানবতার সূর্য সৈনিক দের।
  •  উপজেলা প্রশাসন, উপজেলা স্কাউট, কালীগঞ্জ পৌরসভা, কালীগঞ্জ ফায়ার সার্ভিস সহ বিভিন্ন প্রতিষ্ঠানের ভালো কাজে সহযোগিতা করতে প্রস্তুত।
  • তার মতো সবাই এগিয়ে আসুক সমাজের কাজে, দেশের কাজে এই কামনা করেন পল্লব কুমার মৈত্রেয়।
শেয়ার করুন