শহর প্রতিনিধি.
মৌলভীবাজারে করোনাভাইরাস আক্রান্ত হয়ে শ্রীমঙ্গল পৌরসভার ২নং ওয়ার্ডের কাউন্সিলর আব্দুল আহাদ (৬০) মারা গেছেন৷ মঙ্গলবার (২৬ মে) সকাল সাড়ে ১০টায় পৌর শহরের কালীঘাট রোডে নিজ বাসায় তার মৃত্যু হয় বলে নিশ্চিত করেছেন শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিএইচও মো.সাজ্জাদ হোসেন চৌধুরী।
কাউন্সিলরের পরিবারের সদস্যরা জানান, বেশ কয়েকদিন ধরে জ্বর ও কাশিতে ভুগছিলেন তিনি। ২৩ মে তার নমুনা সংগ্রহ করে করোনাভাইরাস টেস্টের জন্য সিলেটের ল্যাবে পাঠানো হয়। সোমবার রাতে তার নমুনা পরীক্ষার ফলাফল পজিটিভ আসে। ওইদিন রাতেই আইসোলেশনে নেয়া হয় তাকে। একই সাথে তার বাড়ি লকডাউন করে দেয় প্রশাসন।
সোমবার রাতে তার শারীরিক অবস্থার ব্যাপক অবনতি ঘটে। মঙ্গলবার সকালে তাকে সিলেট শহীদ ডা. শামসুদ্দিন জেনারেল হাসপাতালে ভেন্টিলেশনে সিদ্ধান্ত নেন চিকিৎসকরা। কিন্তু সেখানে নেয়ার আগেই মৃত্যু হয় আব্দুল আহাদের।
শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিএইচও মো.সাজ্জাদ হোসেন চৌধুরী ঢাকা ট্রিবিউনকে বলেন, “সংক্রমণবিধি অনুসারে যথাযথ নিয়ম অনুসরণ করে তার জানাজা ও দাফনের প্রক্রিয়া চলছে। শহরের কালিঘাট রোডের কবরস্থানে তাকে দাফন করা হবে।”