»এক্সক্লুসিভ»কুলাউড়ায় নতুন ৩ জনের করোনা পজেটিভ, আক্রান্ত বেড়ে ৬৬
কুলাউড়ায় নতুন ৩ জনের করোনা পজেটিভ, আক্রান্ত বেড়ে ৬৬
জালালাবাদ বার্তা ডট কম ।
প্রকাশিতকাল:
নিজস্ব প্রতিবেদক
কুলাউড়া স্বাস্থ্য কমপ্লেক্সের নতুন করে ৩ জনের কোভিড-১৯ রিপোর্ট পজেটিভ এসেছে। এ নিয়ে একদিনে আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়ালো পাঁচ জনে এবং মোট আক্রান্তের সংখ্যা হলো ৬৬।
সোমবার (২২ জুন) রাতে এ তথ্যটি নিশ্চিত করেন কুলাউড়া উপজেলা স্বাস্থ্য, পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডা. নুরুল হক। এর আগে গত ২১ জুন ৪ জনের কোভিড-১৯ রিপোর্ট পজেটিভ এসেছে।
সোমবার সন্ধ্যার রিপোর্টে আক্রান্ত তিনজনের মধ্যে দুই জন সদর ইউনিয়নের গাজিপুর চা বাগানের বাসিন্দা এবং একজন পৌর এলাকার বাসিন্দা। একই দিন সকালের রিপোর্টে আক্রান্ত দুই জন হলেন কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন চিকিৎসক এবং কাদিপুর ইউনিয়নের মনসুর এলাকার একজন।
গত রবিবার (২১ জুন) করোনায় আক্রান্ত ৪ জনের মধ্যে কুলাউড়া পৌরসভার দেখিয়ারপুর এলাকার ১ জন, কুলাউড়া শহরের দক্ষিণ বাজারের মাহদি ফার্মেসির ১ জন এবং কুলাউড়া শহরের দক্ষিণ বাজারের রামগোপাল ফার্মেসির ২ জন সহ মোট ৪ জন।
আক্রান্তদের বাড়ি লকডাউনের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন উপজেলা স্বাস্থ্য, পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডা. নুরুল হক।