গ্যাস সংযোগের দাবীতে মাননীয় প্রধানমন্ত্রীর বরাবরে গোয়াইনঘাট এসোসিয়েশন এর স্মারকলিপি প্রদান

মোজাম্মেল আলী, কার্ডিফ (ইউকে):: বৃহত্তর জৈন্তিয়ায় সর্বত্র গ্যাস সংযোগ প্রদানের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর বরাবরে আবেদন আকারে স্বারকলিপী পেশ করেছে সিলেটস্থ “গোয়াইনঘাট এসোসিয়েশন “। গত ৯ জুলাই এসোসিয়েশন এর সভাপতি ,সিলেট বারের সিনিয়র আইনজীবী এডভোকেট মোহাম্মদ আলী ও সাধারণ সম্পাদক মো: হোসাইন আহমদ রানার যৌথ স্বাক্ষরে, মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ের ই-মেইলে এ আবেদন প্রদান করা হয়। এসোসিয়েশন এর সহ সাধারণ সম্পাদক প্রভাষক মো:লূৎফুর রহমানের সহযোগিতায় আবেদন পত্র প্রস্তুত ও প্রদানে নেতৃত্ব দেন সংগঠনের সম্মানীত সদস্য, গোয়াইনঘাট উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান, সিলেট বারের বিশিষ্ট আইনজীবী, সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর সভাপতি, এডভোকেট জামাল উদ্দিন।
আবেদন পত্রের অনুলিপি প্রেরণ করা হয়, সিলেট -৪ আসনের মাননীয় সংসদ সদস্য, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব ইমরান আহমদ এর কার্যালয়ের ই-মেইলে।পাশাপাশি আবেদনের অনুলিপি প্রেরণ করা হয়, বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সম্মানীত উপদেষ্টা ড.তৌফিক-ই-ইলাহী এবং উক্ত মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী মহোদয়ের বরাবরে।
আবেদন পত্রে বলা হয়, বৃহত্তর জৈন্তিয়ার হরিপুরে ১৯৫৫ সালে  বাংলাদেশের প্রথম এবং একমাত্র গ্যাসক্ষেত্র  আবিস্কার হয়, ১৯৫৭ সালে গ্যাস উত্তোলন শুরু হয়। ১৯৫৫ সাল থেকে ২০২০ সাল ।৬৫ বছরে ও বৃহত্তর জৈন্তিয়ার মানুষ গ্যাস সংযোগ পায় নি। অথচ আমাদের পাশ্ববর্তী উপজেলা ফেঞ্চুগঞ্জে ১৯৮৮ সালে গ্যাসক্ষেত্র আবিস্কার হয়, ১৯৯৬ সালে উক্ত উপজেলায় গ্যাস সংযোগ প্রদান করা হয়।সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় ১৯৮১ সালে গ্যাসক্ষেত্র আবিস্কার হয় এবং ১৯৮৬ সালে উক্ত এলাকায় গ্যাস সংযোগ প্রদান করা হয়।সিলেটের সুনামগঞ্জের ছাতকে ১৯৫৯ সালে গ্যাসক্ষেত্র আবিস্কার হয় এবং ১৯৬২ সালে ছাতকে গ্যাস সংযোগ প্রদান করা হয়।
অথচ এখন পর্যন্ত বৃহত্তর জৈন্তিয়ার মানুষ নিজ নিজ এলাকায় গ্যাস সংযোগ থেকে বঞ্চিত।সিলেট -৪ আসনের সংসদ সদস্য জনাব ইমরান আহমদ কে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী হিসেবে দায়ীত্ব প্রদান করায় বৃহত্তর জৈন্তিয়াবাসীর পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ প্রকাশ করা হয়। পাশাপাশি উক্ত এলাকায় অতিদ্রুত গ্যাস সংযোগ প্রদানের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করা হয়।
এই প্রসঙ্গে বৃহত্তর জৈন্তিয়ায় গ্যাস সংযোগের দাবীতে আন্দোলনের অন্যেতম উদ্যোক্তা এডভোকেট জামাল উদ্দিন বলেন, ” আমরা মাননীয় প্রধানমন্ত্রীর বরাবরে আবেদনপত্র প্রেরণের মাধ্যমে আমাদের দাবী সরকারের কর্ণধার এর কাছে পৌছলাম। এটা শুধু দাবী নয় এটা আমাদের নায্য অধিকার। আমরা গোয়াইনঘাট, জৈন্তাপুর, কোম্পানিগঞ্জ ও কানাইঘাট উপজেলার বিশিষ্টজনদের সাথে মতবিনিময় করতেছি। দল মত নির্বিশেষ ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে ইনশাহ আল্লাহ আমরা আমাদের দাবী আদায় করব “তিনি এলাকার সর্বস্থরের জনতার আন্তরিক সহযোগিতা কামনা করেন।
শেয়ার করুন