• সাইফুল ইসলাম.

    মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলার শ্রীহট্টের প্রাচীনতম চন্দ্রপুর বিশ্ববিদ্যালয়ের অস্থিত্বের পুরাকীর্তি সম্পর্কে অনুসন্ধানে জানার জন্য ৩ দিনের জন্য সংস্কৃতি মন্ত্রণালয়ের নির্দেশে সিলেট ও চট্রগ্রাম বিভাগের স্বমন্বয়ে গঠিত প্রতœতত্ত্ব অধিদপ্তরের পাঁচ সদস্যের প্রতিনিধি টিম মৌলভীবাজারে অবস্থান করেছেন।

    শনিবার (২৫ জুলাই) বিকেল থেকে রাত ৮ টা পর্যন্ত প্রতœতত্ত্ব অধিদপ্তরের চট্রগ্রাম ও সিলেট বিভাগের আঞ্চলিক পরিচালক এবং প্রতিনিধি দলের প্রধান ড. মো. আতাউর রহমান। তার নেতৃত্বে পরিদর্শনে টিমে কুলাউড়া উপজেলার ভাটেরা রাজার টিলা এলাকায় ভাটেরা তা¤্রফলক পরিদর্শন করেন এবং আলামত হিসেবে ইটের টুকরো, পাথর, পাতিল সংগ্রহ করা হয়।

    এসময় স্থানীয় এলাকার মানুষের কাছ থেকে ওই টিলা সম্পর্কে তথ্য সংগ্রহ করেন। পরিদর্শন টিমে রয়েছেন প্রতœতত্ত্ব বিভাগের ফিল্ড অফিসার মো. শাহিন আলম, সহকারী কাস্টোডিয়ান হাফিজুর রহমান, গবেষণা সহকারী ওমর ফারুক, সার্ভেয়ার চাইথোয়াই মার্মা।

    এদিকে চন্দ্রপুর বিশ্ববিদ্যালয়ের অস্থিত্বের অনুসন্ধানের প্রথম দিনে কুলাউড়ার ঐতিহাসিক ভাটেরা তা¤্রফলক এলাকা পরিদর্শন করে অনুসন্ধান ও মাঠ জরিপ করে পুরাকীর্তির আলামত সংগ্রহ করেন তারা।

    জানা যায়, প্রাচীনকালে রাজ-রাজারা তামার পাত বা পেটে রাজকীয় ঘোষণা, অনুশাসন ইত্যাদি খোদাই করে রাখতেন। ভাটেরা তা¤্রফলক ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ উপকরণ। ১৯১২ থেকে ১৯২৫ খ্রিস্টাব্দ সময়ে সিলেটের বিয়ানীবাজার উপজেলার নিধনপুরে ৬ খানা তা¤্রফলক আবিষ্কৃত হয়েছে। এগুলো সপ্তম শতাব্দীতে উৎকীর্ণ।

    ১৮৭২ খ্রিস্টাব্দে মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার ভাটেরায় (রেলপথে মাইজগাঁও কুলাউড়ার মাঝামাঝি সাত রাজার টিলায়) পাওয়া গেছে দু,খানা তা¤্রফলক।

    এগুলো একাদশ দ্বাদশ শতাব্দীর বলে ঐতিহাসিকরা মনে করেন।

    এসব তা¤্রফলক থেকে জানা যায়, সপ্তম শতাব্দীতে সিলেট কামরুপ রাজ্যের অন্তর্ভূক্ত ছিল। কামরূপের মহারাজা ভাস্কর বর্মা ছিলেন সিলেটের শাসনকর্তা।

    ১৯৬১ খ্রিস্টাব্দে মৌলভীবাজার রাজনগর থানার পশ্চিমভাগ গ্রামে প্রাপ্ত দশম শতাব্দীতে উৎকৃর্ণ বিক্রমপুরের মহারাজা শ্রীচন্দ্রে তা¤্রশাসনের লিপি থেকে শ্রীহট্ট মন্ডলের সীমানা জানা যায়।

    চীন দেশীয় পর্যটক হিউয়েন সাং ৬৪০ খ্রিস্টাব্দে ভাস্কর বর্মার আক্রমণে কামরূপ ভ্রমণ করেন। তিনি সিলেটকে ‘শিলাচটলো’ বলে উল্লেখ করেছেন। শিলাচটলো ছিল সমুদ্র তীরে। এর চারিদিকে ছিল পাহাড় ও বনভূমি। মনিপুর কাছাড়, জৈন্তা, সিলেট, ময়মনসিংহ প্রভৃতি অঞ্চল নিয়ে প্রায় দুই হাজার বর্গমাইল এলাকায় ওই সময় কামরূপ রাজ্য বিস্তৃত ছিল।

    তবে স্থানীয় এলাকাবাসীর ভাষ্যমতে, জেলার কুলাউড়া উপজেলার ভাটেরা ইউনিয়নের কলিমাবাদ (সাত বাদশার টিলা/রাজার টিলা) এলাকায় অবস্থিত ঐতিহাসিক ভাটেরা তা¤্রফলকের নিদর্শনের পুরাকীর্তি অনুসন্ধান ও মাঠ জরিপ শুরু হওয়ায় স্থানীয়দের মনে অনেক আগ্রহ সৃষ্টি হয়েছে। সবাই মনে করছেন এই এলাকায় প্রাচীন রাজাদের অনেক ঐতিহাসিক নিদর্শন রয়েছে। এটা খনন ও অনুসন্ধান করলে হাজার বছরের পুরনো ধ্বংসাবশেষ পাওয়ার সম্ভাবনা রয়েছে।

    কুলাউড়ার ভাটেরায় অনুসন্ধান শেষে ২৬ জুলাই রবিবার জুড়ী উপজেলার সাগরনাল ও রাজনগর উপজেলায় কিছু ঐতিহাসিক স্থানে চন্দ্রপুর বিশ্ববিদ্যালয়ের অস্থিত্বের অবস্থানের বিষয়ে অনুসন্ধান ও প্রাথমিক মাঠ জরিপ পরিচালনা করা হবে।

    এর আগে গত ১৫ জুলাই ‘চন্দ্র বংশীয় রাজা শ্রীচন্দ্র কর্তৃক স্থাপিত কথিত শ্রীহট্রের চন্দ্রপুর বিশ্ববিদ্যালয় ও পুরাকীর্তি সম্পর্কে সরেজমিন জরিপ ও পরিদর্শন প্রতিবেদন প্রয়োজন’ উল্লেখ করে সিলেট অঞ্চলের দায়িত্বপ্রাপ্ত চট্রগ্রাম ও কুমিল্লা প্রতœতত্ত্ব অধিদপ্তরের আঞ্চলিক পরিচালককে চিঠি দিয়েছেন প্রতœতত্ত্ব অধিদপ্তরের উপ-পরিচালক মো. আমিরুজ্জামান।

    চিঠিতে ‘কথিত বিশ্ববিদ্যালয় ও পুরাকীর্তি অ্যান্টিকস অ্যাক্ট ১৯৬৮ অনুসারে সংরক্ষিত ঘোষণা ও সংস্কার-সংরক্ষণের কোনো সুযোগ আছে কিনা এ সম্পর্কে সরেজমিন পরিদর্শন পূর্বক আলোকচিত্র ও মতামতসহ প্রতিবেদন প্রেরণের জন্য নির্দেশনা দেয়া হয়েছে।

    প্রতিনিধি দলের প্রধান প্রতœতত্ত্ব অধিদপ্তরের আঞ্চলিক পরিচালক ড. মো. আতাউর রহমান বলেন, সংস্কৃতি মন্ত্রণালয়ের নির্দেশে ৩দিনের অনুসন্ধানের প্রথম দিনে ভাটেরা তা¤্রফলক এলাকা থেকে প্রাচীন রাজাদের স্থাপনার কাজে ব্যবহৃত অনেক পুরাকীর্তির আলামত সংগ্রহ করেছি।

    এই টিলাটি ব্রিটিশ আমলে সংরক্ষণ করা হয় যা এখনো কালের স্বাক্ষি হয়ে ঐতিহাসিক নিদর্শন হয়ে দাঁড়িয়ে আছে। এখানে প্রাচীন রাজাদের বসবাসের ঐতিহাসিক নিদর্শন রয়েছে।

    বর্তমানে অবাধে ওই এলাকায় অবস্থিত কয়েকটি টিলা কাটার কারণে পুরাকীর্তির আলামত নষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। এসময় তিনি আগামী শুষ্ক মৌসুমে এই তা¤্রফলক এলাকা খনন কাজ করবেন বলে জানিয়েছেন। তিনি আরও বলেন, ১৯০৪ সালের ৭ম আইন অনুসারে সংরক্ষিত এই কীর্তির কোন অনিষ্ট বা প্রাচীন সৌন্দর্য্য নষ্ট করলে তিন মাসের জেল অথবা পাঁচ হাজার টাকা জরিমানার বিধান রয়েছে।

    প্রাচীন এই নিদর্শন সংরক্ষণে সকলকে সচেতন হওয়ার জন্য অনুরোধ করেন।

    স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, ব্রিটিশ শাসনামলে আসামের গর্ভনর হার্ডসন উনিশ শতকে সিলেট সফরে করে ছিলেন,তখন তিনি বলে ছিলেন ‘আসামের সুন্দর জায়গা যদি নদীয়া হয়, তবে সিলেটের সুন্দর স্থান হবে ভাটেরা।’

    এটি জেলার একটি প্রাচীন ও সমৃদ্ধ জনপদের নাম ভাটেরা। পরগনা ভিত্তিক শাসনামলে ভাটেরাতে বিভিন্ন জমিদার শাসন করেছেন। ভাটেরা থেকে প্রাপ্ত তা¤্রফলক থেকে ধারণা করা হয় এ এলাকায় একসময় পরপর ৭ জন রাজা শাসন করেছেন। লোকমুখে জনশ্রুতি আছে যে, রাজা ঈসান দেব ছিলেন এ রাজ্যের সর্বশেষ রাজা। এবং এই ভাটেরা তা¤্রফলকের পাশে রাজা ঈসান দেবের একটি পুকুর ছিল এবং সেই পুকুরে রাজা ঈসান দেবের কণ্যারা নিয়মিত গোসল করতো।

শেয়ার করুন

Leave A Reply