মোবাইল কোর্ট পরিচালনা করে ২ মাদকসেবী গ্রেপ্তার ও ৬ মাসের কারাদন্ড

মোঃইবাদুর রহমান জাকিরঃ
মৌলভী বাজারের বড়লেখায় (১অক্টোবর) রাত ১২:১৫ মিনিটের সময় উপজেলা নির্বাহী অফিসার, বড়লেখা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ শামীম আল ইমরান বড়লেখা সরকারী কলেজের পাঁশে মোবাইল কোর্ট পরিচালনা করে দেশীয় মদ সহ মাতাল অবস্থায় দুজন আসামী কে গ্রেফতার করেন।
গ্রেফতারকৃত দুজন কে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। এসআই মোঃ শরীফ উদ্দিনের নেতৃত্বে বড়লেখা থানা পুলিশ মোবাইল কোর্ট কে সর্বাত্মক সহযোগিতা প্রদান করেন। মাদকের বিরুদ্ধে উপজেলা প্রশাসন, বড়লেখা ও বড়লেখা থানার সর্বাত্মক সহযোগীতায় অভিযান অব্যাহত থাকবে। তাদেরকে ২ অক্টোবর আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।
শেয়ার করুন