গোলাপগঞ্জ ফাউন্ডেশন অব টরন্টোর কার্যকরী পরিষদের ১বছর পূর্তি

সংবাদ বিজ্ঞপ্তি

সম্মানিত সুহৃদ,
আসসালামুআলাইকুম/আদাব,

টরন্টোতে বসবাসরত গোলাপগঞ্জবাসির প্রাণের সংগঠন গোলাপগঞ্জ ফাউন্ডেশন অব টরেন্টোঅন্টারিও, কানাডা নব নির্বাচিত কার্যকরী পরিষদের ১ বছরে পূর্তি উপলক্ষে সংগঠনের পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করছি মহান রাব্বুল আলআমিনের দরবারে, কৃতজ্ঞতা প্রকাশ করছি সম্মানিত নেত্রীবৃন্দ, সদস্যবৃন্দ, উপদেষ্টমন্ডলী সহ সকল শুভাকাঙ্খিদের প্রতি যাদের ঐকান্তিক সহযোগীতায় করনো মহামারীর মত প্রতিকুল পরিস্থিতিতেও অনেকগুলো প্রকল্পের উদ্যোগ গ্রহণ করে তা সফল ভাবে শেষ করতে পেরেছি। নব নির্বাচিত কার্যকরী পরিষদের পরিচালনায় বাস্তবায়িত প্রকল্পের মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি প্রকল্প হচ্ছে- গোলাপগঞ্জে দারিদ্র বিমোচন ও আর্থিক স্বচ্ছলতা উন্নয়নের লক্ষ্যে স্বল্পআয়ের ১৩০ টি পরিবারের মধ্যে সেলাই মেশিন বিতরণ, করোনা মহামারীতে আর্থিকভাবে বিপর্যস্ত গোলাপগঞ্জ উপজেলার ১১ টি ইউনিয়ন ও ১ টি পৌরসভার বিভিন্ন পরিবারের মধ্যে ১৫,০০০ ডলার (প্রায় ৯,৪৫,০০০/- টাকার) আর্থিক অনুদান প্রদান সহ টরেন্টোর স্থানীয় মেডিকেল ফ্রন্টলাইন যোদ্ধাদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রম গ্রহণ করা। করোনা মহামারীর সীমাবদ্ধতার কারনে আমাদের কিছু প্রকল্প বাস্তবায়ন করা সম্ভব হয়নি। স্টুডেন্ট এওয়ার্ড ও বনভোজন যার মধ্যে উল্লেখযোগ্য। আমরা আশা করি করোনা পরিস্থতি স্বাভাবিক হলে আমরা আমাদের পূর্ব পরিকল্পিত সবগুলো প্রকল্প বাস্তবায়ন করতে সক্ষম হব ইনশাআল্লাহ

“নিজে বাচুন, অন্যকে বাচাতে সহযোগিতা করুন” এই স্লোগানকে সামনে রেখে বর্তমান কার্যকরী পরিষদ যে কয়েকটি প্রকল্প সফল ভাবে বাস্তবায়ন করতে সক্ষম হয়েছে তার শতভাগ কৃতিত্ব আপনাদের। আপনাদের সহযোগিতার মাধ্যমে আমরা আগামী দিনগুলোতে এই সংগঠনকে একটি অনন্য উচ্চতায় নিয়ে যাবে এটুকু আমাদের বিশ্বাস। স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চত করে গঠনমূলকজীবনমান উন্নয়নভিত্তিক প্রকল্প গ্রহণ করে আমাদের পারস্পারিক বন্ধন ও সহযোগীতার মাধ্যমে উক্ত সংগঠনের কার্যক্রম প্রসারিত করা আমাদের অন্যতম লক্ষ ও উদ্দেশ্য। পরিশেষে গোলাপগঞ্জ ফাউন্ডেশন অব টরেন্টোর পক্ষ থেকে সবার সুস্বাস্থ্য ও সমৃদ্ধি কামনা করছি। করোনা পরিস্থিতিতে সবাই সচেতন থাকুন, পরিবার পরিজনকেও সচেতন থাকতে উদ্ভোদ্ধ করুন।

ধন্যবাদান্তে,
নেওয়াজ চৌধুরী সাজু (সভাপতি), আনাই মিয়া (সহ-সভাপতি), সাব্বির চৌধুরী লিটন (সাধারণ সম্পাদক), রেহান উদ্দিন (কোষাধক্ষ্য) 

শেয়ার করুন