মৌলভীবাজারে শহীদ বুদ্ধিজীবি দিবস পালিত

মৌলভীবাজার প্রতিনিধি.
মৌলভীবাজারে জাতির শ্রেষ্ঠ সন্তান শহীদ বুদ্ধিজীবীদের শ্রদ্ধার সাথে স্মরণে মধ্যে দিয়ে শহীদ বৃদ্ধিজীবি দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে ১৪ ডিসেম্বর সোমবার দুপুরে মৌলভীবাজার জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভার শুরুতে সকল শহীদদের আতœার শান্তি কামনা করে এক মিনিট নিরবতা পালন করা হয়।
শহীদ বুদ্ধিজীবি দিবস আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ।
মৌলভীবাজারের জেলা প্রশাসক মীর নাহিদ আহসানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-হবিগঞ্জ সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য সৈয়দা জোহরা আলাউদ্দিন, পুলিশ সুপার ফারুক আহমেদ পিপিএম (বার), জেলা পরিষদ চেয়ারম্যান মিছবাহুর রহমান, পৌরসভা মেয়র ফজলুর রহমান প্রমুখ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জসীম উদ্দিন মাসুদ। সভায় স্বাগত বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মামুনুর রশীদ। এছাড়াও বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলার সিভিল সার্জন ডা. তাওহীদ আহমেদ, বীর মুক্তিযোদ্ধা বলরাম নাথ।

 

শেয়ার করুন