মৌলভীবাজার প্রতিনিধি.
শ্রীমঙ্গল উপজেলা ফিনলে টি কোম্পানির ভাড়াউড়া ডিভিশনের জাগছড়া চা বাগানে প্রায় চার কোটি টাকা ব্যয়ে জাপানিজ প্রক্রিযায় দেশের বাজারে এই প্রথম শিনরাই গ্রিন টি বাজারজাত শুরু হয়েছে।
এটি শরীরের সর্বোচ্চ অ্যান্টিঅক্সিডেন্ট আর দুর্দান্ত ইউমিউনিটির প্রয়োজন মেটাতে ফিনলে নিয়ে এলো এই শিনরাই গ্রিন টি। ফিনলে টি কোম্পানির দশ রকমের বøাক টি এবং চার গ্রিন টি রয়েছে।ফিনলে চা দেশে চায়ের মধ্যে অন্য যে কোন ব্র্যান্ডের চেয়ে বেশি উন্নত মানের। এর প্রধান কারণ ফিনলে ফ্যাক্টরী থেকে সবচেয়ে ভাল মানের চা সরাসরি প্যাকেটিং করা হয়। যার ফলে এটা অন্য যে কোন চায়ের চেয়ে গুণগত মান অনেক উন্নত। আর শিনরাই জাপানিজ গ্রিন টি ভোক্তাদেও সম্ভাব্য সর্বোত্তম গুণমান সম্পন্ন।

শেয়ার করুন

Leave A Reply