»এক্সক্লুসিভ»‘কেন জানি ভোট কেন্দ্র থেকে মানুষ বিমূখ হয়ে যাচ্ছে’
‘কেন জানি ভোট কেন্দ্র থেকে মানুষ বিমূখ হয়ে যাচ্ছে’
জালালাবাদ বার্তা ডট কম ।
প্রকাশিতকাল:
শ্রীমঙ্গল (মৌলভীবাজার) সংবাদদাতা
এরশাদের আমল থেকে লাইনে দাঁড়িয়ে ধাক্কাধাক্কি করে ভোট দিয়েছি। সেই সময়ের ভোটের যে আনন্দ ছিল এখন আর সেই ভোটের আমেজ নেই। কেন জানি ভোট কেন্দ্র থেকে মানুষ বিমূখ হয়ে যাচ্ছে। ভোটাররা ভোট দিতে আসতেই চান না। কথাগুলো বলছিলেন শহরের উদয়ন উচ্চ বালিকা বিদ্যালয় কেন্দ্র ভোট দিতে আসা ষাটঊর্ধ্ব সুনিতা দে নামে এক নারী ভোটার।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় তিনি ওই ভোট কেন্দ্রে আসেন সঙ্গে ৬বছরের নাতিনকে নিয়ে। কেন্দ্রে তখন ভোটারের উপস্থিতি না দেখে উপরোক্ত কথাগুলো বলেন।
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা পরিষদের উপ-নির্বাচনে উপজেলার ৮০টি ভোট কেন্দ্রে একযোগে সকাল আটটা থেকে ভোট গ্রহন শুরু হলেও এ রিপোর্ট লেখা পর্যন্ত (দুপুর দেরটা) বেশির ভাগ ভোট কেন্দ্রে ভোটারের উপস্থিতি ছিল নগন্য। তবে চা বাগানগুলোতে ভোটারের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
সরেজমিনে বিভিন্ন ভোট কেন্দ্র ঘুরে দেখা যায়, সকাল সাড়ে ১০টায় শ্রীমঙ্গল পৌর শহরের উদয়ন বালিকা উচ্চ বিদ্যালয়ে ২৪০৪ ভোটের মধ্যে ৫০ ভোট কাস্টিং হয় বলে জানান প্রিজাইডিং অফিসার সঞ্চিত কুমার দেব।
সকাল ১১টার দিকে উপজেলার সিংহ বীজ সরকারী প্রাথমিক বিদ্যালয়েও একই চিত্র দেখা যায়। সেখানে ৩১৯৫ ভোটারের মধ্যে মাত্র ১১% ভোট প্রদান করেন বলে ওই কেন্দ্রের প্রিজাইডিং অফিসার খালেদ মোহাম্মদ আব্দুল বাছিত জানান।
১১টা ২০ মিনিটে উপজেলার ভৈরবগঞ্জ উচ্চ বিদ্যালয় ও সরকারী প্রাথমিক বিদ্যালয় দুই কেন্দ্রে মোট ভোটার ৫২১১ জন। এর মধ্যে ১০ভাগ ভোট পড়ে বলে জানান প্রিজাইডিং অফিসার অয়ন চৌধুরী ও রজত শুভ্র চক্রবর্তী।
দুপুর ১২টায় শ্রীমঙ্গল পৌরসভা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ভোট কেন্দ্রে গিয়ে দেখা যায় ভোটার শূণ্য কেন্দ্রে অলস সময় পার করছেন দায়িত্বরত কর্মকর্তারা। একই চিত্র শহরতলীর সুনগইড় প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে গিয়ে দেখা যায়।
মৌলভীবাজারের পুলিশ সুপার মো.জাকারিয়া গনমাধ্যমকে জানিয়েছেন, নিজেই উপজেলার সবকটি ভোটকেন্দ্র ঘুরে ঘুরে দেখছেন। সার্বিক পরিস্থিতি ভাল আছে।
উল্লেখ্য, গত ২১শে মে উপজেলা চেয়ারম্যান রণধীর কুমার দেব মৃত্যুবরন করায় এই উপ-নির্বাচন অনুষ্টিত হচ্ছে। এখানে মোট ভোটার ২লাখ ৩৩ হাজার ৯১৬ জন। এ নির্বাচনে নৌকার প্রার্থী ভানু লাল রায়, জাতীয় পার্টির মিজানুর রব (লাঙ্গল) ও আ’লীগের বিদ্রোহী দুই স্বতন্ত্র প্রার্থী প্রেমসাগর হাজরা (আনারস) ও আফজল হক (ঘোড়া) মার্কা নিয়ে প্রতিদ্বন্দিতা করছেন।