ভাষাসৈনিক বদরুজ্জামান পর্ষদ-এর শীতবস্ত্র ও ইউনিফর্ম বিতরণ
মশাহিদ খানের সভাতিত্বে ও খ ম জুলফিকারের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে প্রকৌশলী সালেহ আহমদ। ১৯ ডিসেম্বর (শনিবার)বিকাল ৪ ঘটিকায় ভাষাসৈনিক বদরুজ্জামানের নিজ বাড়িতে শীতবস্ত্র কম্বল, শিক্ষার্থীদের ইউনির্ফমের সোয়েটার প্রদান করা হয়। প্রায় শতাধিক সুবিধাবঞ্চিত শিশু শিক্ষার্থীদের এ সুবিধা প্রদান করা হয়।
উল্লেখ থাকে যে ভাষাসৈনিক বদরুজ্জামান পর্ষদ ফ্রি ফ্রাইডে ক্লিনিক, ফ্রি খৎনা ক্যাম্প, ফ্রি চক্ষু ক্যাম্প, দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি, লাওয়ারিশ ও অসহায়ের কাপনদাপন ইত্যাদি সুবিধা প্রদান করে আসছে।