- মৌলভীবাজার সংবাদদাতা.
বৈজ্ঞানিক পদ্ধতিতে চা আবাদী ব্যবস্থাপনা ও হাতে কলমে প্রশিক্ষণের জন্য বাংলাদেশ চা গবষেণা ইনস্টিটিউট (বিটিআরআই) ৫৬ তম চা প্রশক্ষিণ কোর্স সমাপ্ত হয়েছে।
১০ ফেব্রæয়ারী বৃহস্পতিবার সন্ধ্যায় মৌলভীবাজারের শ্রীমঙ্গলস্থ বিটিআরআই কনফারেন্স রুমে কোর্সটি সমাপনী অনুষ্ঠানের মধ্যে দিয়ে শেষ হয়।
চলতি মাসের ৫ ফেব্রæয়ারি থেকে ১০ ফেব্রæয়ারি পর্যন্ত ৬ দিনব্যাপী ‘৫৬তম বিটিআরআই বার্ষিক কোর্স-২০২২’ সম্পন্ন হয়। কোর্সটিতে দেশের শ্রীমঙ্গল, চট্রগ্রাম, পঞ্চগড়সহ বিভিন্ন চা বাগান হতে ৩৫ জন প্রশিক্ষনার্থীকে প্রশিক্ষণ প্রদান করা হয়।
অনুষ্ঠানে বাংলাদেশ চা গবেষণা ইনস্টিটিউট এর পরিচালক ড. মোহাম্মদ আলী প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। কোর্স কো-অর্ডিনেটর মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. ইসমাইল হোসেনসহ বিটিআরআই এর সকল চা বিজ্ঞানীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
প্রশিক্ষণ কোর্সটিতে মৃত্তিকা ব্যবস্থাপনা, উন্নত জাত নির্বাচন কৌশল, আধুনিক চা চাষাবাদ পদ্ধতি (পুনিং, টিপিং, প্লাকিং, ড্রেনেজ ও খরা ব্যবস্থাপনা), পোকামাকড় ও রোগবালাই ব্যবস্থাপনা, চা প্রাণ রসায়ন, স্ট্যাটিস্টিক্স, চা প্রক্রিয়াজাতকরন ইত্যাদি বিষয়াদি হাতে কলমে সংশ্লিষ্ট বিজ্ঞানী ও বিশেষজ্ঞ কর্তৃক প্রশিক্ষণ দেয়া হয়।
সমাপনী অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীদের পক্ষ হতে জেরিন চা বাগানের সহকারী ব্যবস্থাপক মো. সাইফুল আলম, আমরাইল চা বাগানের সহকারী ব্যবস্থাপক মো. শাহারিয়ার আশিক রাব্বি, পঞ্চগড়ের কাজী এন্ড কাজী চা বাগানের সহকারী ব্যবস্থাপক মো. এনামুল কবির, প্রডিউস ব্রোকার্সের এক্সিকিউটিভ মাইশা রহমান এবং সাবারী টি প্লান্টেশনের জেনারেল ম্যানেজার গোপাল পালসহ আরো অনেকে প্রশিক্ষণের গুরুত্ব এবং প্রয়োজনীয়তা স¤পর্কে বক্তব্য প্রদান করেন। পরিশেষে প্রশিক্ষণার্থীদের মধ্যে সার্টিফিকেট ও পুরস্কার বিতরণের মধ্য দিয়ে কোর্সটির সমাপ্ত ঘোষণা করা হয়।
৫৬তম বিটিআরআই বার্ষিক কোর্স-২০২২-এর চূড়ান্ত পরীক্ষায় প্রথম স্থান অধিকার করেন চা বাগানের সহকারী ব্যবস্থাপক মো. রাহেল রানা, দ্বিতীয় স্থান অধিকার করেন বিটিআরআই’র বৈজ্ঞানিক কর্মকর্তা সেলিনা আক্তার লিপা এবং তৃতীয় স্থান অধিকার করেন ডিনস্টন চা বাগানরে ডেপুটি সহকারী ব্যবস্থাপক সৈয়দ আব্দুল্লাহ ।
শেয়ার করুন