- শহীদুল হক চন্নু
- পর্যটন বিকাশে সমস্যা,সম্ভাবনা এবং অতীত,বর্তমান ও ভবিষ্যত পরিকল্পনা নিয়ে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় পর্যটন সেবা সংস্থার জরুরি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৪মার্চ) রাতে উপজেলার রামনগর গ্র্যান্ডসেলিম রিসোর্ট মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
পর্যটন সেবা সংস্থার সহ-সভাপতি সেলিম আহমদ এর সভাপতিত্বে সভায় পর্যটন ও পর্যটন সেবা সংস্থার অতীত বর্তমান ও ভবিষ্যত পরিকল্পনা নিয়ে সভায় উত্থাপন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন,শহীদুল হক,রাসেল আলম,মোশারফ হোসেনসহ বিভিন্ন হোটেল ও রিসোর্টের মালিক ও প্রতিনিধিরা।
মতবিনিময় সভায় বক্তারা বলেন, সংগঠনকে আরও শক্তিশালী করার লক্ষ্যে আরো জোরালো ভূমিকা নেয়ার জন্য নেতৃবৃন্দের প্রতি আহবান জানানো হয়। যেহেতু এটি শ্রীমঙ্গল পর্যটন শহর নামে পরিচিত পর্যটন নগরীর শহর ইতিমধ্যেই আমরা দেখেছি এই শহরকে যানজট মুক্ত করতে শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অফিসার ইনচার্জ শামীম অর রশিদ তালুকদার যে উদ্যোগ গ্রহন করেছেন,তাদের এই কার্যক্রমকে আমরা স্বাগত জানাই এবং সেবা সংস্থার পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। তিনি যে উদ্যোগ হাতে নিয়েছেন সেটি যেন বাস্তবায়ন করে সুন্দর একটি পর্যটন শহর হিসেবে বাংলাদেশের বুকে পরিচয় করিয়ে দেয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। পাশাপাশি দূর-দূরান্ত থেকে যারা পর্যটক হিসেবে শ্রীমঙ্গল আসবেন এবং তাদের ট্রান্সপোর্ট এবং যাতায়াতের উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করার জন্য উপজেলা প্রশাসনের প্রতি অনুরোধ জানাচ্ছি। ঘুরতে আসা পর্যটক যেন কোনো ভাবেই হয়রানির শিকার না হয় সেদিকে লক্ষ্য রাখার জন্য আমরা বিনীত অনুরোধ জানাচ্ছি। আমরা চাই এটি একটি সুন্দর শহর ও পরিপাটি শহর যে শহরে মানুষের চলচলের পাশাপাশি গাড়ি, রিক্সা বিভিন্ন ধরনের যানবাহন নিয়ম শৃঙ্খলার মধ্যে চলতে থাকবে এটাই আমাদের চাওয়া। শহরে এতদিন টমটম ব্যাটারি চালিত রিক্সা চালাচ্ছিলেন তাদের বিবেচনায় নিয়ে শৃঙ্খলায় আনার জন্য পুলিশ প্রশাসনের প্রতি আহবান।
শ্রীমঙ্গল পর্যটন সেবা সংস্থার জরুরি মতবিনিময় সভা অনুষ্ঠিত
শেয়ার করুন