দস্যুমুক্ত সুন্দরবনের “মহা-নায়ক” ‘দাদাগিরি’তে ‘মোহসীন-উল হাকীম’

তুহেল চৌধুরীঃ

  • “মোহসীন-উল-হাকিম”, ২০০০ সাল থেকে পেশায় তিনি সাংবাদিক। বর্তমানে কাজ করছেন বেসরকারি টেলিভিশন চ্যানেল যমুনা টিভি’তে। নিজের জীবন বাজি রেখে সুন্দরবনসহ দেশের পুরো দক্ষিণ-পশ্চিমাঞ্চলকে জলদস্যু থেকে মুক্ত করতে তার যে প্রানান্ত প্রচেষ্টা, তা সত্যিই বিরল। সুন্দরবনকে সুরক্ষিত করতে নিজের জীবন বিপন্ন করে কাজ করে চলেছেন অবিরত ভাবে মাসের পর মাস, বছরের পর বছর ধরে। ক্লান্তিহীন তার এই পথচলা। তার মধ্যস্থতায় আত্মসমর্পণ করার মাধ্যমে সুন্দরবনের দুই শতাধিক জলদস্যু স্বাভাবিক জীবনে ফিরে এসেছে। সেই সাথে, সরকারের কাছে জমা দিয়েছে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ। এ অবদানের জন্য তাকে নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে দেশীয় ও আন্তর্জাতিক গণমাধ্যম, পুরস্কৃত করেছে সরকার।

পেশায় সাংবাদিক হয়েও তিনি নিরন্তর চেষ্টা চালিয়ে জলদস্যুদের নিরস্ত্র ও নিরুৎসাহিত করতে সক্ষম হয়েছেন। রক্ষা করতে পেরেছেন সুন্দরবনের সৌন্দর্য।

তারই ধারাবাহিকতায় পশ্চিম বঙ্গের টিভি চ্যানেল জি-বাংলার জনপ্রিয় রিয়েলিটি শো ‘দাদাগিরি, সিজন-৯’তে প্রথম বাংলাদেশি হিসেবে অংশ নিয়েছেন মোহসীন-উল হাকিম। ক্রিকেট অঙ্গন থেকে সর্বত্র ‘দাদা’ হিসেবে সুপরিচিত সৌরভ গাঙ্গুলীর সঞ্চালনায় এই জনপ্রিয় এই অনুষ্ঠানে বিশেষ আমন্ত্রণে যান দস্যুমুক্ত সুন্দরবন গড়ায় বিশেষ ভূমিকা রাখা বরেণ্য গণমাধ্যম ব্যক্তিত্ব, বাংলার গর্ব মোহসীন-উল হাকিম।

সুন্দরবনকে দস্যুমুক্ত করার বিষয়টিকে নায়োকোচিতভাবে নিয়েছেন টিম ভারতের সাবেক অধিনায়ক তথা পশ্চিমবঙ্গের দাদা সৌরভ গাঙ্গুলি।

দাদাগিরিতে অংশগ্রহনের অনুভুতি প্রকাশ করে “মোহসীন-উল হাকিম” বলেন, ‘জনপ্রিয় এই অনুষ্ঠানটিতে অংশ নিয়ে আমি বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছি। বাংলাদেশের সাংবাদিক সমাজের প্রতিনিধিত্ব করেছি। আয়োজনটি দারুণ ছিল। সৌরভ গাঙ্গুলির ব্যক্তিত্ব দেখে শিখেছি, আমাদের আরও বিনয়ী হতে হবে।’

উল্লেখ্য, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী উপলক্ষ্যে দাদাগিরি’র এই বিশেষ পর্বটি প্রচারিত হবে, জি-বাংলায়- ৮ মে, রবিবার, বাংলাদেশ সময় রাত দশটায়।

শেয়ার করুন