• ত্রিপুরা প্রতিনিধি>
  • সম্প্রতি ভারতের উত্তর ত্রিপুরার কৈলাশহর টিলা বাজারে যারা ফাউন্ডেশন এর উদ্যোগে ঈদ মিলন উৎসব পালন করা হয়েছে।
  • উপস্থিত ছিলেন আজকের  অনুষ্ঠানে প্রধান অতিথি  সাংসদ রেবতী ত্রিপুরা।বিধায়ক মবশর আলি উনকোটি জেলা পরিষদের সদস্য মুহাম্মদ বদরুজ্জামান।উনকোটি জেলা শাসক উত্তম কুমার চাকমা।মহকুমা শাসক প্রদীপ সরকার।অন্যান্যরা  ঈদ মিলন উৎসব এর প্রদীপ জ্বালি উদ্বোধন করেন রেবতীত্রিপুরা।যারা ফাউন্ডেশন  সারা বছর বিভিন্ন  সামাজিক কাজ করে যাচ্ছে। আজকেরই মিলন উৎসবে বিভিন্ন ক্লাব কে খেলাধুলার জিনিস দিয়ে আনন্দিত করেন।। ফলের চারা তুলে দেন কৃষক দের হাতে।
  • সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।বেশ কিছু মানুষের হাতে  মশারিও খেলার জিনিষ ফলের চারা বিতরণ করা হয়।উল্লেখ থাকে যারা ফাউন্ডেশনের  কর্নধার মো মসাহিদ আলি গত করুনার সময় থেকে মানুষের পাশে শুধূ কৈলাসহর না সারা রাজ্যে বিভিন্ন  জায়গায় সামাজিক কর্মসুচি করে যাছে। সাংসদ কে টিলাবাজার পেয়ে উনকোটি জেলা পরিশদের সদস্য বদরুজমান এলাকার কিছু দাবি তোলে ধরেন সাংসদ তহবিল থেকে যাতে সাহায্য করা হয়।সাংসদ উনার বক্তব্যে বলেন অনুষ্ঠানে আমি আসতে পেরে নিজেকে আনন্দিত। ধর্ম যার যার উৎসব সবার।
  • আজকের অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন আগরতলার বিশিষ্ট সমাজসেবী আরবান ব্যাংকের প্রাক্তন  চেয়ারম্যান শঙ্কর বন্দ্যোপাধ্যায়।
শেয়ার করুন

Leave A Reply