জালালাবাদ বার্তা ডেস্কঃ

মধ্যপ্রাচ্যের দেশ কাতারে এক জমকালো আয়োজনে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়নের বার বার নির্বাচিত এবং স্বর্ণপদকপ্রাপ্ত সাবেক চেয়ারম্যান, জালালাবাদ বার্তা’র নির্বাহী সম্পাদক, মৌলভীবাজার জেলা এসোসিয়েশন টরন্টোর সিনিয়র উপদেষ্টা, ১০নং হাজীপুর ইউনিয়ন প্রবাসী পরিষদের প্রধান উপদেষ্টা বর্তমানে কানাডা প্রবাসী বীর মুক্তিযোদ্ধা জনাব আব্দুল কুদ্দুছ চৌধুরীকে সংবর্ধণা প্রদান করেন দেশটিতে বসবাসরত বৃহত্তর সিলেটবাসিদের বিভিন্ন সামাজিক সংগঠন।

বাংলাদেশ ভ্রমনের উদ্দেশে ২৭ মে (শুক্রবার) স্বস্ত্রীক কাতারের দোহায় মাত্র কয়েক ঘন্টার যাত্রা বিরতিকালে দোহার একটি অভিজাত হোটেলের হলরুমে বিশিষ্ট ব্যবসায়ি ইরফান আমিন এবং লুৎফুর রহমানের উদ্যোগে এই নৈশভোজ ও সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেন কাতারে বসবাসরত মৌলভীবাজারবাসি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জালালাবাদ এসোসিয়েশন কাতার এর সভাপতি কপিল উদ্দিন। কাতারের অত্যন্ত প্রিয় মুখ সিপার আহমদ সিমুর সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব ও ব্যবসায়ী আহমেদ কবির, জালালাবাদ এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান চৌধুরী বাবু, মোখলেছুর রহমান মেম্বার, বিশিষ্ট ব্যবসায়ী ইরফান আমিন, আবু তাহের চৌধুরী, মিছবাহ্ উজ্জামান, রফিক আহমদ সামাদ, আবেদুর রহমান ফারুক, আহমেদ মালেক, সিরাজুল ইসলাম শাহীন, লুৎফুর রহমান, শাহাব উদ্দিন, শাহজাহান আলী রাজু, ইয়াছিন আরাফাত প্রমুখ।

এ সময় সংবর্ধিত অতিথিকে জালালাবাদ এসোসিয়েশন, কাতারে বসবাসরত মৌলভীবাজারবাসি, ১০নং হাজীপুর ইউনিয়ন প্রবাসী পরিষদ এবং পুরাতন দিনের সন্ধানে এই চারটি সংগঠনের পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

জনাব চৌধুরী মৌলভীবাজারবাসির আতিথিয়তায় মুগ্ধ হন, উনি উনার বক্তব্যে সকল প্রবাসীদের মিলে মিশে থেকে দেশের উন্নয়নকে আরও সমৃদ্ধ করতে এবং দেশের সুনাম বৃদ্ধিতে অবদান রাখায় ধন্যবাদ জ্ঞাপন করেন।

শেয়ার করুন

Leave A Reply