মৌলভীবাজার প্রতিনিধি.

সিলেট-আখাউড়া রেল সেকশনের মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমসেরনগর স্টেশনের অদূরে চককবিরাজী এলাকায় ঢাকা থেকে ছেড়ে আসা সিলেটগামী আন্ত:নগর পারাবত এক্সপ্রেস ট্রেনের তিনটি বগি আগুনে ভস্মিভূত হয়েছে। তবে আগুনে ট্রেনের কোন যাত্রী  হতাহত হননি।  খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট প্রায় দেড় ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।
বাংলাদেশ রেলওয়ের ট্রাফিক ইন্সপেক্টর তৌফিকুল আজিম বলেন, আমরা ঘটনাস্থলে যাচ্ছি। ক্ষয়ক্ষতির পরিমান তদন্ত সার্পেক্ষে বলা যাবে। আগুন লাগার ঘটনায় বিভাগীয় পর্যায়ে বাংলাদেশ রেলওয়ের বিভাগীয় পরিবহন কর্মকর্তা খায়রুল কবিরকে প্রধান করে ৫ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এই কমিটি  আগামী ৫ কার্য দিবসের মধ্যে তদন্ত রিপোর্ট দিতে বলা হয়েছে।

(শনিবার ১১ জুন)  দুপুর পৌণে ১টার দিকে ট্রেনের পাওয়ার কার বগি থেকে আগুন লাগার ঘটনা ঘটে।  এতে সারা দেশের সাথে ৪ঘন্টা  ট্রেন যোগাযোগ বন্ধ ছিল। পরে উদ্ধারকাজ শেষে ওই দিন বিকাল ৫টায় সারা দেশের সাথে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
প্রত্যক্ষদশী  ট্রেনযাত্রী সুকেশ দাশ জানান, আমি শ্রীমঙ্গল স্টেশন থেকে সিলেট যাওয়ার উদ্দেশ্যে ট্রেনের ‘ঙ’ বগিতে
উঠি। ট্রেনটি শমশেরনগর রেল স্টেশন অতিক্রম করার পরই টয়লেটের পাশে থেকে বিকট শব্দ শুনতে পাই। পরে
আগুন জ্বলতে দেখা যায়।  এসময় যাত্রীরা হাল্লা চিৎকার শুরু করেন।
ট্রেনযাত্রী আব্দুল জব্বার, রুবেল মিয়া জানান, দুপুর ১টার সময় আন্ত:নগর পারাবত ট্রেনের বগিতে আগুনের ধোঁয়া দেখতে পেলে যাত্রীরা চিৎকার শুরু করে এতে যাত্রীরা আতংকিত হয়ে পড়ে। পরে স্থানীয় লোকজনও এগিয়ে এসে দ্রুত যাত্রীদের ট্রেন থেকে নেমে সহযোগিতা করেন।
স্থানীয় লোকজন হাড়ি পাতিলে পানি নিয়ে ট্রেনের বগিতে আগুন নেভানোর জন্য চেষ্টা করেন। আগুন নিয়ন্ত্রণ করতে না পেরে দ্রুত ফায়ার সার্র্ভিসকে খবর পরে ফায়ার সার্ভিসের সদস্য আগুন নেভাতে শুরু করেন।
স্থানীয় কমলগঞ্জ উপজেলার পতনঊষার ইউপি সদস্য সিরাজ খান জানান, ট্রেনটি চক কবিরাজী এলাকায় গেলে ট্রেনের পাওয়ার কার বগিতে আগুনের সূত্রপাত দেখা যায়। এসময় আগুন দাউ দাউ করে জ্বলতে দেখে এগিয়ে যাই। ট্রেনের যাত্রীরা হাল্লা চিৎকারে করলে আশপাশের লোকজন  ছুটে এসে উদ্ধার করা হয়। এতে এলাকাবাসীর সহযোগীতায় ট্রেনের কর্তৃপক্ষ আগুন লাগা তিনটি বগি বিচ্ছিন্ন করে দেয়।
এ ঘটনায় ট্রেনের তিনটি বগি ছাড়া অন্যান্য বগিতে কোন ক্ষয়ক্ষতি হয়নি। তবে আগুন পুড়া ৩টি বগি ছাড়াও পেছনের ৫টি বগি ঘটনাস্থলে রেখে তৎক্ষণিক কুলাউড়ার উদ্দেশ্য পারাবাত ট্রেন ছেড়ে যায়।

শেয়ার করুন

Leave A Reply