সাঈফ জুনেদ, সিলেটঃ
সিলেটে অবস্থানরত কুলাউড়া উপজেলার কানিহাটি উচ্চ বিদ্যালয়ের বর্তমান এবং সাবেক ছাত্রদের নিয়ে গঠিত কানিহাটি এসোসিয়েশন সিলেটের উদ্যোগে বন্যাদুর্গত এলাকা কুলাউড়ার ভুকশীমইল ইউনিয়নের কয়েকটি গ্রাম এবং পৌরসভার ৩ নং ওয়ার্ডে মোট ১৫০ জন পরিবারের কাছে ঈদ উপহার সামগ্রী পৌছে দেওয়া হয়।
এতে উপস্থিত ছিলেন, এসোসিয়েশন এর সম্মানিত সভাপতি, নুরজাহান মেমোরিয়াল কলেজের সহযোগী অধ্যাপক মোঃ আব্দুল বায়েছ, সিনিয়র সহ-সভাপতি কারিগর কন্সট্রাকশন এর পরিচালক গাজী জাবের আহমদ, পৌরসভার ৩ নং ওয়ার্ড কাউন্সিলর মঞ্জুর আলম চৌধুরী খোকন, এবি ব্যাংকের সিনিয়র প্রিন্সিপাল অফিসার সিরাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আল আরাফাহ ইসলামি ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ অফিসার সাইফ উদ্দিন জুনেদ, অর্থ সম্পাদক জালালাবাদ ক্যান্টেনমেন্ট ইংলিশ মিডিয়াম এর প্রভাষক ওয়াহিদুল ইসলাম, সিলেট সিটি কর্পোরেশনের এসেসমেন্ট অফিসার সৈয়দ ডালিম, ইয়াকুব তাজুল কলেজের প্রভাষক খালিক উদ্দিনসহ স্থানীয় সেচ্ছাসেবী প্রিয় ভাই সাইফুল খান, খলিলুর রহমান প্রমূখ।
যাদের দিকনির্দেশনায় আমরা খুব সহজে উপহার সামগ্রী দেওয়া সম্ভব হয়েছে, যারা দেশ- বিদেশ থেকে আর্থিকভাবে এবং পরামর্শ দিয়ে সহযোগিতা করেছেন তাদের প্রতি আন্তরিক মোবারকবাদ জানিয়ে ভবিষ্যতে এর ধারাবাহিকতা বজায় থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন সাংগঠনিক সম্পাদক সাইফ উদ্দিন জুনেদ।