রাজধানীতে রিক্সা থেকে ছিটকে পড়ে প্রান হারালেন ভোলার সালমা।

চরফ্যাশন(ভোলা) প্রতিনিধি:

রাজধানীর বংশালে রিক্সা থেকে ছিটকে পড়ে চরফ্যাশনের মেধাবী ছাত্রী উম্মে সালমা (২৪) নিহতের সংবাদে পরিবারের মধ্যে চলছে শোকের মাতম। আছলামপুর ইউপির সাবেক মেম্বার গোলাম কিবরিয়া টিপু তার একমাত্র মেয়েকে হারিয়ে বারবার মুর্ছা যাচ্ছেন।
বৃহস্পতিবার ভোরে বংশাল ফ্লাইওভারের কাছে এই দুর্ঘটনা ঘটে।

সালমা ইডেন মহিলা কলেজের মাষ্টার্সের ছাত্রী ছিল। জানাযায়,গত কাল সকালে ঢাকার বংশাল এলাকার ফায়ার সার্ভিসের অদূরে রিক্সা চালক হঠাৎ ব্রেক করলে রিক্সা থেকে চিটকে পড়লে পাঁকা রাস্তার উপর পড়ে মাথায় প্রচন্ড আঘাতে লাগে।পথচারীরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

পরিবার সূত্রে জানা গেছে, গোলাম কিবরিয়া টিপুর ১ মেয়ে ২ ছেলে।সালমা সবার বড়।

আওয়ামীলীগ নেতা গোলাম কিবরিয়া টিপুর মেয়ের মৃত্যুতে ভোলা- ৪ আসনের সংসদ সদস্য আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব গভীর শোক প্রকাশ করেছেন। তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

আছলমপুর ইউপি চেয়ারম্যান একেএম সিরাজুল ইসলাম শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

শেয়ার করুন