সবার জন্য আইন সমান, শ্রীমঙ্গলে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল


এম.মুসলিম চৌধুরী:
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, ছাত্রলীগ, শ্রমিকলীগ, জনপ্রতিনিধি বা যেকোন প্রভাবশালী ব্যক্তি বা তার ছেলে এর জন্য আইন বসে থাকে না। আইন সবার জন্যই সমান। যারা এই অন্যায় করে, দুস্কর্ম করে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী বিচার হচ্ছে। আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অলিলা ওপালওয়্যার ইন্ডাষ্ট্রিজ লিমিটেড এর ভিত্তিপ্রস্থর স্থাপন অনুষ্ঠানে আজ দুপুরে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এ কথা গুলো বলেন।
অলিলা গ্রুপের চেয়ারম্যান হাসিনা নাহিদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার -হবিগঞ্জ সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সৈয়দা জোহরা আলাউদ্দিন, সিলেট রেঞ্জের ডিআইজি মফিজ উদ্দিন আহমেদ পিপিএম, মৌলভীবাজার জেলা প্রশাসক মীর নাহিদ আহসান, মৌলভীবাজার পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া ও অলিলা গ্রæপের চেয়ারম্যান মো. জিল্লুর রহমান।
এখান থেকে ওপাল আইটেম তৈরী করা হবে। যা দেশের পাশাপাশি বিদেশেও রপ্তানী করা হবে। এতে অর্জন হবে বৈদেশিক মুদ্রাও।

 

শেয়ার করুন