মৌলভীবাজারে বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষ মেলা ২০২২ উদযাপন উপলক্ষে বর্ণঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্টিত হয়েছে।
রোববার (৩১ জুলাই) মৌলভীবাজার জেলা প্রশাসন ও জেলা প্রশাসন ও বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ এর আয়োজনে “বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষ মেলা ২০২২” এর উদ্বোধনী অনুষ্ঠান, বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্টিত হয়েছে।
জেলা প্রশাসক মীর নাহিদ আহসান এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ। অনুষ্টানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সৈয়দা জোহরা আলাউদ্দিন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া, মৌলভীবাজার জেলা পরিষদের প্রশাসক আলহাজ¦ মিছবাহুর রহমান, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: কামাল হোসেন, মৌলভীবাজার পৌরসভার মেয়র মো: ফজলুর রহমান। এছাড়াও অনুষ্টানে জেলা প্রশাসন ও বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বিভিন্ন কর্মকর্তরা উপস্থিত ছিলেন।
মৌলভীবাজারে বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষ মেলা ২০২২ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র্যালী অনুষ্টিত
শেয়ার করুন