শ্রীমঙ্গলে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারদেরকে আর্থিক সহায়তা করেছে এস এস সি ৯৫ ব্যাচ সিলেট বিভাগ


রিপোর্ট,এম.মুসলিম চৌধুরী:
সিলেট বিভাগের এসএসসি ৯৫ ব্যাচের বন্ধুদের উদ্যোগে বিগত বন্যায় ক্ষতিগ্রস্থ পরিবারকে আর্থিক সহায়তা করা হচ্ছে। সংগঠনটির উদ্যোগে সিলেট বিভাগের ৪টি জেলায় প্রায় ৩৫টি পরিবারের মধ্যে তিন লক্ষ টাকা বিতরণ করা হবে।
এই কর্মসূচীর আওতায় মঙ্গলবার দুপুরে শ্রীমঙ্গল উপজেলা পরিষদ কনফারেন্স হলরুমে মৌলভীবাজার জেলায় বন্যায় ক্ষতিগস্থ ৫টি পরিবারের হাতে নগদ অর্থ তুলে দেয়া হয়।
এস এস সি ৯৫ এর গ্রæপ এর সদস্য সাংবাদিক বিকুল চক্রবর্তীর সঞ্চালনায় বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আলী রাজিব মাহমুদ মিঠুন। এডভোকেসি নেটওয়ার্ক কমিটির চেয়ারপারসন কাজী আছমা আক্তার, ব্যবসায়ী হারুন অর রশীদ, ব্যবসায়ী জলিল খান প্রমূখ।
উদ্যোগ সম্পর্কে কাজী আসমা আক্তার বলেন, ‘গ্রæপের মূল লক্ষ্য হচ্ছে প্রতি বছর কমপক্ষে পাঁচটি পরিবারকে পুরোপুরি স্বাবলম্বী করে তোলা। সেই লক্ষ্যে বিগত বছর গুলোতে এসএসসি ৯৫সিলেট ডিভিশন গ্রæপটি কাজ করে আসছে।’

 

শেয়ার করুন