রিপোর্ট,মিজানুর রহমান আলম:
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে আলোয় আলোয় প্রজেকক্ট এর আয়োজনে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্টিত।
রোববার (১১ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টায় শ্রীমঙ্গল ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে এমসিডা’র আয়োজনে এডুকো বাংলাদেশ এর সহযোগিতায় পরিচালিত আলোয় আলো প্রকল্প কতৃক আয়োজিত টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্টিত হয়। ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় বিজয়ী ও রানার্সআপ দলের মধ্যে পুরস্কার বিতরণী অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার আলী রাজিব মাহমুদ মিঠুন। এমসিডার নির্বাহী পরিচালক তহিরুল ইসলাম মিলন এর সভাপতিত্বে অনুষ্টানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এমসিডার সভাপতি মিজানুর রহমান আলম, এডুকো বাংলাদেশ এর কান্ট্রি ডিরেক্টর আব্দুল হামিদ, ডিরেক্ট্রর প্রোগ্রাম সাপোর্ট এডুকো বাংলাদেশ এর নিজাম উদ্দিন, আলোয় আলো প্রকল্প এডুকোর প্রজেক্ট ম্যানেজার মো: শরীফুল আলম, এডুকো কমিনিউকেশন ও এডভোকেসি অফিসার তাহমিনা আক্তার, প্রজেক্ট কো অর্ডিনেটর, আইডিয়া’র আমিনুর রহমান, প্রজেক্ট কো অর্ডিনেটর প্রচেষ্টা’র আব্দুল ওহাব, প্রজেক্ট কো অর্ডিনেটর এমসিডা’র রেজাউর করিম, প্রজেক্ট কোঅর্ডিনেটর বিটিএস এর চাঁদনী রায়, শ্রীমঙ্গল উপজেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক মিলন দাশ গুপ্ত, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা অসীম কুমার কর, কলামিস্ট ও সাংবাদিক সৈয়দ আমিরুজ্জামান প্রমূখ । ফাইনাল খেলায় মিরতিংগা চা-বাগান যুব ও কিশোর ক্লাব ট্রাইব্রেকারে ৫-৩ গোলে জুলেখানগর চা-বাগান যুব ও কিশোর ক্লাবেকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। অনুষ্টানে াাগত অতিথিরা ফাইনাল খেলায় বিজয়ী দল ও রানারআপ দলের হাতে ট্রফি তুলে দেন।
শ্রীমঙ্গলে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্টিত
শেয়ার করুন