রিপোর্ট,এম.মুসলিম চৌধুরী:
মৌলভীবাজারের কুলাউড়ায় পল্লিবিদ্যুৎকর্মীর উপর হামলার অভিযোগে এক যুবককে আটক করেছে কুলাউড়া থানা পুলিশ।
সোমবার (১২ সেপ্টেম্বর) কুলাউড়া থানা পুলিশ অভিযান চালিয়ে কুলাউড়া উপজেলার ব্রাহ্মণবাজার ইউনিয়নের শেরপুর গ্রাম থেকে পলিবিদ্যুতের লাইন টেকনেশিয়ানের উপর হামলার আসামি লুৎফুল হায়দার অরফে জগলুকে গ্রেপ্তার করে। কুলাউড়া থানা সুত্রে জানা যায়, গত ২৮ আগস্ট বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্নকারী টিম লুৎফুল হায়দার অরফে জগলুর বাড়িতে বকেয়া বিদ্যুৎ বিল আদায় করতে যায়। জগলু বকেয়া বিদ্যুৎ বিল পরিশোধ না করায় বিদ্যুৎ বিচ্ছিন্নকারী টিম জগলুর ব্যবহৃত মিটারের সংযোগ বিচ্ছিন্ন করতে চায়। এসময় জগলু বাঁশের লাঠি দিয়ে লাইন টেকনেশিয়ান মো: জয়নুল আবেদীন এর উপর হামলা চালায়। হামলায় বিদ্যুদকর্মী জয়নাল আবেদীন গুরুতর আহত হয়। পরে এ ঘটনায় মৌলভীবাজার পল্লিবিদ্যুৎ সমিতি কুলাউড়া সাব-জোনাল অফিস এর এজিএম (ওএন্ডএম) মো: নাজমুল তারেক বাদী হয়ে কুলাউড়া থানায় মামলা দায়ের করলে আজ সোমবার কুলাউড়া থানার এসআই মো: আমির উদ্দিন অভিযান চালিয়ে ব্রাহ্মণবাজার ইউনিয়নের শেরপুর গ্রাম থেকে মামলার আসামি লুৎফুল হায়দার অরফে জগলুকে গ্রেপ্তার করে। গ্রেপ্তাকৃত আসামি জগলুকে মৌলভীবাজার জেলা বিজ্ঞ আদালতে প্রেরণ করে কুলাউড়া থানা পুলিশ।