প্রতিবেদন,এম.মুসলিম চৌধুরী:
মৌলভীবাজারের কুলাউড়া থানা পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক হয়েছে।
শনিবার (২৪ সেপ্টেম্বর) কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মো: আব্দুছ ছালেকের নেতৃত্বে ও এসআই মো: শাহ আলম সঙ্গীয় ফোর্সসহ বিশেষ অভিযান পরিচালনা করে কুলাউড়া থানাধীন ০৮নং রাউৎগাঁও ইউনিয়নের উত্তর কৌলা গ্রামের মেহেদী এন্ড মাহাদী ষ্টোর এর সম্মুখে কৌলা সড়কে অভিযান চালিয়ে মাদক কারবারি কয়েছ মিয়া (৩৫), পিতা-মৃত আলমাছ মিয়া, মাতা-রানী বেগম, ২। আজাদ মিয়া (৩৬), পিতা-মৃত হারিছ মিয়া, উভয় সাং-উত্তর কৌলা, ০৮নং রাউৎগাঁও ইউপি, থানা-কুলাউড়া, জেলা-মৌলভীবাজার‘দ্বয়কে আটক করেন।
এসময় আটককৃতদের কাছ থেকে ১২০ পিছ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ। কুলাউড়া থানা অফিসার ইনচার্জ (ওসি) আব্দুছ ছালেক জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে কুলাউড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর মৌলভীবাজার বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
কুলাউড়ায় পুরিশের অভিযানে ইয়াবাসহ আটক ২
শেয়ার করুন