কমলগঞ্জে যুবলীগের উদ্যোগে প্রধানমন্ত্রীর জন্মদিন পালন

প্রতিবেদন,আকাশ আহমদ:
আওয়ামীলীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মদিন উপলক্ষে ১০০ প্রতিবন্ধী ও এতিমদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করছে কমলগঞ্জ উপজেলা যুবলীগ ।
বুধবার বিকাল ৪ টায় কমলগঞ্জ পৌর মিলনায়তনে খাদ্য সামগ্রী বিতরণ শেষে উপজেলা যুবলীগের যুগ্ন আহবায়ক সায়েক আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন কমলগঞ্জ উপজেলা যুবলীগের আহবায়ক পৌর মেয়র মোঃ জুয়েল আহমেদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কমলগঞ্জ উপজেলা যুবলীগের সদস্য ইউপি চেয়ারম্যান নিয়াজ মুর্শেদ রাজু, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কাউন্সিলর বখতিয়ার খান, মৌলভীবাজার জেলা যুবলীগের সাবেক সদস্য প্রদীপ শীল, কমলগঞ্জ উপজেলা যুবলীগের সদস্য আবুল কালাম, মোস্তাফিজুর রহমান, জহিরুল আলম নানু,ময়নুল খান, সাংবাদিক সাজিদুর রহমান সাজু। ছাত্রলীগ নেতা সাইফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন পৌর যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি শ্যামল পাল, কমলগঞ্জ সদর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক এস.এম এবাদুল হক,আলীনগর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক শাহীন আহমেদ প্রমুখ। পরে প্রধানমন্ত্রীর সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়ার পর বিশাল কেক কেটে জন্মদিন পালন করা হয়।

 

শেয়ার করুন