প্রতিবেদন,এম.মুসলিম চৌধুরী:
মৌলভীবাজারে কেককাটা, হুইল চেয়ার ও খাদ্য সামগ্রী বিতরণের মধ্যে দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬ তম জন্ম বার্ষিকী পালন করছে জেলা আওয়ামীলীগ ও যুবলীগ।
বুধবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে মৌলভীবাজার শহরের মেয়র চত্বরে জেলা আওয়ামী লীগ আয়োজনে কেক কাটা হয়। পরে দরিদ্র মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করেছেন নেতৃবৃন্দ। এসময় জেলা আওয়ামীলীগ সভাপতি, মৌলভীবাজার -৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ এবং সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ নবনির্বাচিত চেয়ারম্যান মিছবাহুর রহমান উপস্হত ছিলেন।
এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬ তম জন্মবার্ষিকী উপলক্ষে জেলা যুবলীগ ৮ জন প্রতিবন্ধী মানুষের মাঝে হুইল চেয়ার বিতরণ করেছে। পরে জেলা যুবলীগ সভাপতি নাহিদ আহমদের নেতৃত্বে পথচারীদের মধ্যে খাবার বিতরণ করা হয়।
মৌলভীবাজারে শেখ হাসিনার জন্মদিনে হুইল চেয়ার ও খাদ্য বিতরণ
শেয়ার করুন