প্রতিবেদন,মো: কাওছার ইকবাল:
দুর্নীতি দমন কমিশন (দুদক) এর প্রতিরোধ মুলক সংগঠন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক) শ্রীমঙ্গলের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার (২৯সেপ্টেম্বর) সকাল ১১টায় সচেতন নাগরিক কমিটি (সনাক) টিআইবি শ্রীমঙ্গল কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
দুপ্রক শ্রীমঙ্গল সহসভাপতি সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান জয়শ্রী চৌধূরী শিখার এর সভাপতিত্বে সদস্য সাংবাদিক সৈয়দ ছায়েদ আহমেদের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন সহসভাপতি এ.এন.এম ওয়াহিদুজ্জামান, সাধারণ সম্পাদক আলহাজ¦ মো: আব্দুর রউফ তালুকদার, সিনিয়র সদস্য সাংবাদিক মো: কাওছার ইকবাল, সদস্য দিল আফরোজ বেগম ও সনাক টিআইবি সভাপতি ও দুপ্রক সহযোগী সদস্য দ্বীপেন্দ্র ভট্টাচার্য।
সভায় দুর্নীতি দমন কমিশন দুদকের প্রতিরোধমুলক আন্দোলন জোরদার করার লক্ষ্যে উপজেলার প্রত্যোকটি ইউনিয়ন ও পৌরসভার স্থানীয় সরকারের নির্বাচিত প্রতিনিধি ও সেবা প্রদানকারীদের নিয়ে মতিবিনিময় সভাসহ বিভিন্ন কর্মসুচি গ্রহণ করা হয়।
শ্রীমঙ্গলের উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি’র মাসিক সভা অনুষ্ঠিত
শেয়ার করুন