প্রতিবেদন,এম.মুসলিম চৌধুরী:
শ্রীমঙ্গলে সনাতন চেতনা আন্দোলনের উদ্যোগে শতাধিক মানুষের মধ্যে পূজার শাড়ী বিতরণ করা হয়েছে। গতকাল বিকেলে শ্রীমঙ্গল জগন্নাথ জিউর আখড়ায় ও সন্ধ্যানী এলাকায় এ শাড়ী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা: হরিপদ রায়, বিশেষ অতিথি ছিলেন পংকজ দত্ত, বাসকি রঞ্জন ধর, অবসর প্রাপ্ত শিক্ষিকা অঞ্জনা দত্ত, শিক্ষক জহর তরফদার ও দেবব্রত দত্ত হাবুল। অবসর প্রাপ্ত শিক্ষিকা অঞ্জনা দত্ত জানান, প্রতিবছরই পূজার আনন্দ সকলের মধ্যে ভাগাভাগি করতে তারা এ আয়োজন করেন। তিনি জানান, শ্রীমঙ্গল সবুজবাগ, লালবাগ, সন্ধ্যানী, ভাড়াউড়া, আশিদ্রোন, রুপসপুরসহ বিভিন্ন এলাকার শতাধিক মহিলার হাতে তারা নতুন বস্ত্র তুলে দেন। এছাড়া শ্রীমঙ্গল গান্ধিছড়া চা বাগানে শতাধিক চা শ্রমিক সন্তানদের মধ্যে নতুন কাপড় বিতরণ করে উদ্দিপ্ত তারুণ্য।
শ্রীমঙ্গলে দুর্গাপূজা উপলক্ষে নারীদের মঝে পুজোর শাড়ী উপহার
শেয়ার করুন