জালালাবাদবার্তা.কমঃ ১১ জানুয়ারি, ২০২৩ইং (বুধবার) আব্দুল বারী চৌধুরী স্পোর্টস্ একাডেমি ও আজিজুন্নেছা চৌধুরী মেমোরিয়াল ট্রাষ্ট এর প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য আমেরিকা প্রবাসী সামু চৌধুরী এবং আব্দুল ওহাব চৌধুরী (শাহরু)’র দেশে আগমন উপলক্ষে হাজীপুরস্থ একাডেমী ও ট্রাষ্ট এর কার্যালয়ে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়নে বৃটিশ আমলের স্বনামধন্য ফুটবলার মরহুম আব্দুল বারী চৌধুরী এবং মহীয়সী নারী মরহুম আজিজুন্নেছা চৌধুরী’র নামে প্রতিষ্ঠিত স্পোর্টস্ একাডেমি এবং মেমোরিয়েল ট্রাষ্টের কার্যালয়ে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন একাডেমি এবং ট্রাষ্টের পরিচালক এবং হাজীপুর বালিকা উচ্চ বিদ্যালয় ও মৌসুমী ক্রীড়াচক্র, হাজীপুরের সভাপতি জদিদ হায়দার চৌধুরী।
জালালাবাদ বার্তা’র বার্তা সম্পাদক তুহেল চৌধুরীর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন মৌসুমী ক্রীড়াচক্রের প্রতিষ্ঠাতা মন্ডলীর সদস্য নাদির আহমদ এবং একাডেমির পরিচালক এহছানুল বারী চৌধুরী সেলিম। অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন তারাপাশা স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আব্দুর রহিম খাঁন, নয়াবাজার কে. সি. স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ প্রভাত চন্দ্র সর্ম্মা, পতনঊষার স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ফয়েজ আহমদ, কানিহাটি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফজল উদ্দিন, পূবালী ব্যাংক লিমিটেডের সাবেক মহাপরিচালক আব্দুল হালিম চৌধুরী, আজিজুর রেজা চৌধুরী এবং বীর মুক্তিযোদ্ধা আয়ূব আলী।
সভায় সংবর্ধিত ব্যক্তিদ্বয় উনাদের আন্তরিক অনুভূতি প্রকাশ করে বক্তব্য রাখেন। এ সময় আরও উপস্থিত ছিলেন সাংবাদিক জয়নাল আবেদীন, রিপা চৌধুরী, আরফা চৌধুরী, অগ্রণী ক্লাবের সাধারন সম্পাদক জাবেদ রাজ, মোঃ আবু বক্কর, মিজান আহমদ ফয়জুসহ একাডেমি, ট্রাস্ট এবং মৌসুমী ক্রীড়াচক্রের নেতৃবৃন্দ।
একাডেমির মহা-ব্যবস্থাপক শিতাংশু শেখর ভট্টাচার্য সিতু এবং মৌসুমী ক্রীড়াচক্রের সাধারন সম্পাদক মিজানুর রহমানের তত্বাবধানে একাডেমি, ট্রাস্ট ও মৌসুমী ক্রীচক্রের পক্ষ থেকে সংবর্ধিত ব্যক্তিদ্বয় এবং আব্দুল হালিম চৌধুরীকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
পরিশেষে সভাপতির সমাপণী বক্তব্য এবং তিনটি প্রতিষ্ঠানের পক্ষ থেকে নতুন বছর ২০২৩ এর ক্যালেন্ডার প্রকাশের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।