জালালাবাদ বার্তাঃ
নবনির্বাচিত রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন মাননীয় প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার মো. আবু জাফর রাজু।
শনিবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে নবনির্বাচিত রাষ্ট্রপতির বাসভবনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
এ সময় প্রটোকল অফিসার রাষ্ট্রপতিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান ও তার শারীরিক অবস্থার খোঁজখবর নিয়ে কুশল বিনিময় করেন এবং তাকে সময় দেওয়ার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।
মহামান্য রাষ্ট্রপতি আবু জাফর রাজুর পরিবার-পরিজন এবং সার্বিক বিষয়ে খোঁজখবর নেন এবং কুশল বিনিময় করেন।