কমলগঞ্জে পুলিশের অভিযানে মাদক কারবারিসহ গ্রেপ্তার ৫


মৌলভীবাজার প্রতিনিধি
মৌলভীবাজারের কমলগঞ্জে পুলিশের অভিযানে মদ,গাঁজা সহ দুই মাদক কারবারি ও ওয়ারেন্টভূক্ত আরো ৩জন সহ ৫জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (২১ ফেব্রæয়ারি রাতে গোপন সংবাদের ভিত্তিতে কমলগঞ্জ থানার এসআই নিয়াজ মাহমুদ, এসআই পবিত্র শেখর দাস অভিযান চালিয়ে কমলগঞ্জ উপজেলার মাধবপুর ইউনিয়নের পদ্ম ছাড়া চা বাগান মাদক কারবারি সুদর্শন দেশওয়ালা (বইরুর),কে গ্রেপ্তার করেন। এসময় সুদর্শন দেশওয়ালের ঘর থেকে ২০০ গ্রাম গাঁজা উদ্ধার করে পুলিশ। অন্য এক অভিযানে শমশেরনগর ফাঁড়ির এসআই আব্দুর রহমান এর নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়ে শমশেরনগর চা বাগান থেকে জিতুন রিকিয়াসন নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেন। পরে জিতুন রিকিয়াসন এর ঘর থেকে ২০ লিটার দেশীয় চোলাই উদ্ধার করে পুলিশ। এছাড়াও কমলগঞ্জ থানার বিশেষ অভিযানে এসআই অনিক রঞ্জন দাস, এসআই বিজয় প্রসাদ দেবনাথ, এসআই হারুনুর রশীদসহ পুলিশের একটি দল কমলগঞ্জ থানা এলাকায় অভিযান পরিচালনা করে জিআর ২৪০/১৬ এর ওয়ারেন্টভূক্ত আসামি রামকুমার দেশওয়ালা, জিআর ৩৪/২২ এর ওয়ারেন্টভূক্ত নরেশ রিকিয়াসন এবং জিআর ৯৬/২০ এর আসামি জগন্নাথ অলমিককে গ্রেপ্তার করেন। আটকৃত ৫ আসামির বিরুদ্ধে কমলগঞ্জ থানায় আইনি প্রক্রিয়া শেষে বুধবার সকালে মৌলভীবাজার বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হযেছে।

শেয়ার করুন